ঢাকার আশুলিয়ায় একটি বসত বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনায় চারটি ঘর পুড়ে গেছে। সোমবার (১৩ সেপ্টেম্বর) দুপুরে আশুলিয়ার গোহাইলবাড়ি দক্ষিণপাড়া এলাকার ফজলুর রহমানের বাড়িতে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুর সোয়া দুইটার দিকে টিন সেডের ওই বাড়ির একটি কক্ষে আগুন লাগে। মুহুর্তের মধ্যেই আগুন বাড়িটির অন্য কক্ষগুলোতে ছড়িয়ে পড়ে। এ সময় স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা করে ব্যর্থ হলে ফায়ার সার্ভিসকে খবর দেয়।
খবর পেয়ে ডিইপিজেড ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌছায়। পরে তারা আধা ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
ফায়ার সার্ভিসের ফায়ার ফাইটার সফিউল আলম জানান, ‘প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক গোলযোগের কারণে অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটেছে। এতে প্রায় পাঁচ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।’