গ্যাস পাইপলাইন সংস্কারের জন্য আজ মঙ্গলবার (১৪ সেপ্টেম্বর) উত্তর যাত্রাবাড়ী মাদ্রাসা রোড এলাকায় ৮ ঘণ্টা বন্ধ থাকবে গ্যাস সরবরাহ।
সোমবার (১৩ সেপ্টেম্বর) বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, পাইপলাইন প্রতিস্থাপন কাজের জন্য ওই এলাকায় সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত গ্যাস সরবরাহ বন্ধ রাখা হবে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, পাইপলাইন পরিবর্তনের এ কাজের জন্য আশেপাশের এলাকাতেও গ্যাসের চাপ কম থাকতে পারে।