সাবেক মন্ত্রী ও জাতীয় পার্টির (জাপা) মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলুর দাফন সম্পন্ন হয়েছে।
শনিবার (২ অক্টোবর) এশার নামাজের পর রাজধানীর গুলশানের আজাদ মসজিদে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। পরে মিরপুরের শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে তাকে চিরশায়িত করা হয়।
জাপা চেয়ারম্যানের প্রেস সেক্রেটারি খন্দকার দেলোয়ার জালালী এ তথ্য নিশ্চিত করে বলেন, ‘রাত ১০টা ৩৫ মিনিটে মিরপুরের শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে পার্টির মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলুর দাফন সম্পন্ন হয়েছে।’
জিয়াউদ্দিন আহমেদ বাবলুর জানাজা ও দাফনে পার্টির সাবেক মহাসচিব ও জাতীয় সংসদের বিরোধী দলীয় হুইপ মশিউর রহমান রাঙ্গা, তার পরিবারের সদস্য এবং দলটির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এর আগে, শনিবার সকাল সোয়া ৯টার দিকে চিকিৎসাধীন অবস্থায় মারা যান জিয়াউদ্দিন আহমেদ বাবলু। করোনাভাইরাসে আক্রান্ত হয়ে রাজধানীর শ্যামলীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন ছিলেন তিনি।