রাজধানীর কদমতলী থানায় তদবির করতে গিয়ে গ্রেফতার হয়েছে ধর্ষণ চেষ্টা মামলার আসামী এসএম সোহাগ আহমেদ।
বুধবার (৬ অক্টোবর) রাত সাড়ে ৮টায় রাজধানীর কদমতলী থানা পুলিশ তাকে গ্রেফতার করে।
গ্রেফতার এসএম সোহাগ আহমেদ একটি বেসরকারি টেলিভিশনের সাংবাদিক বলে জানা গেছে।
খোঁজ নিয়ে জানা গেছে, ২০২১ সালের ১৭ জানুয়ারি সোহাগের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আদালতে মামলা করে গৃহবধূ (হুররাম) ছদ্মনাম।
ভুক্তভোগী ওই নারী অভিযোগ করে বলেন, আমার স্বামী আর সোহাগ একে অপরের বন্ধু। স্বামীর সঙ্গে আমার ছোটো-খাটো বিষয়ে ঝামেলা হলে, সোহাগ বিষয়টি জানতে পেরে মীমাংসা করে দিবে বলে আশ্বাস দেন। সমস্যার সমাধান করে দেওয়ার কথা বলে আমাকে নির্জন স্থানে ডেকে নিয়ে অনৈতিক সম্পর্ক করার কথা বলেন। আমি তার প্রস্তাবে রাজি না হলে সে আমাকে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা করে।
ধর্ষণ চেষ্টার ঘটনার বর্ণনা দিতে গিয়ে ওই গৃহবধূ আরও বলেন, সাংবাদিক সোহাগ আমাকে একাধিকবার ধর্ষণের চেষ্টা করে। ধর্ষণে ব্যর্থ হয়ে সে আমাকে বিভিন্ন সময়ে বিভিন্ন ভাবে হুমকি প্রদান করে। সোহাগ আরও বলে, এই ঘটনা যদি গোপন রাখা না হয় তাহলে আমার বারোটা বাজিয়ে ছাড়বে।
তিনি বলেন, আমি সোহাগের লালসার হাত থেকে রক্ষা পাওয়ার জন্য ২০২১ সালের ১৭ জানুয়ারি নারী ও শিশু নির্যাতন দমন আদালতে একটি মামলা দায়ের করি। উক্ত মামলায় সে দীর্ঘদিন যাবত পুলিশের চোখকে ফাঁকি দিয়ে আসছিল।
কদমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রলয় কুমার দাস বলেন, কোর্ট থেকে গ্রেফতারি ওয়ারেন্ট হওয়ায় সোহাগকে গ্রেফতার করা হয়েছে।