ব্যাপক উৎসাহ-উদ্দীপনা ও আনন্দঘন পরিবেশের মধ্য দিয়ে উত্তরা প্রেসক্লাবে পালিত হলো পাঠকপ্রিয় পত্রিকা দৈনিক বাংলাদেশের খবর এর ৬ষ্ঠ বর্ষ পদার্পণ অনুষ্ঠান।
১০ অক্টোবর (রবিবার) সন্ধ্যায় ‘উত্তরা প্রেসক্লাবে তুরাগ-উত্তরা প্রতিনিধি স্বপন রানা সোহেলের আয়োজনে কেক কেটে দিনটি উদযাপন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উত্তরা প্রেসক্লাবের আহবায়ক দৈনিক ইত্তেফাক পত্রিকার সাংবাদি কাজী রফিক,
উত্তরা প্রেসক্লাবের সকল সদস্য সহ বিভিন্ন পত্র-পত্রিকা ও টিভি চ্যানেলের সাংবাদিকদের উপস্থিতিতে মুখরিত হয়ে ওঠে বাংলাদেশের খবরের ৬ষ্ঠ বর্ষপূর্তি আয়োজনে কেক কাটা ও মিষ্টিমুখের মধ্য দিয়ে দিনটি উদযাপন করা হয়।
উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন দৈনিক মানবকন্ঠ পত্রিকার প্রতিনিধি রাসেল খান, দৈনিক যুগান্তর পত্রিকার প্রতিনিধি রফিকুল ইসলাম, বাংলাদেশ সংবাদ সংস্থা বাসস এর সাংবাদিক মনির হোসেন জীবন, মাই টিভির প্রতিনিধি মাহমুদা আক্তার পুষন, বাংলা টিভির স্টাফ রিপোর্টার মোস্তাফিজুর রহমান রহমান, দৈনিক যায়যায়দিন পত্রিকার তুরাগ প্রতিনিধি আবু বক্কর সিদ্দিক সুমন, উত্তরা নিউজের সাংবাদিক গাজী তারেক, দৈনিক সরেজমিন বার্তার উত্তর প্রতিনিধি শাহজালাল জুয়েল ও মোহাম্মদ হানিফ হৃদয়,
প্রতিষ্ঠার পর থেকে দৈনিক বাংলাদেশের খবর পত্রিকাটি বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের মধ্য দিয়ে পাঠকের হৃদয়ে এক অনন্য মর্যাদায় অধিষ্ঠিত হয়েছে বলে মন্তব্য করেন বক্তারা। বাংলাদেশের খবর পত্রিকা নিয়মিত জাতীয় সংবাদের পাশাপাশি সারাদেশের বঞ্চিত, অবহেলিত মানুষের কথাগুলো তুলে ধরায় পত্রিকাটি ব্যতিক্রমী হিসেবে সকলের আস্থা অর্জন করেছে বলে মনে করেন অনেকেই। ভবিষ্যতেও পত্রিকা গণমানুষের মুখপত্র হিসেবে সুনামের ধারা অব্যাহত রাখবে এমন প্রত্যাশা সকলের।