1. shahinit.mail@gmail.com : dhaka24 : ঢাকা টোয়েন্টিফোর
  2. arifturag@gmail.com : ঢাকা টোয়েন্টিফোর : ঢাকা টোয়েন্টিফোর
May 30, 2023, 8:22 pm

টানা ৩৩ বছরের চেয়ারম্যান তিনি

Dhaka24 | Online Desk:
  • Update Time | Friday, November 12, 2021,
  • 19 View

সাতক্ষীরা সদর উপজেলার লাবসা ইউনিয়ন পরিষদে (ইউপি) মো.আবদুল আলিম চেয়ারম্যান পদে পুনরায় নির্বাচিত হয়েছেন। বৃহস্পতিবার (১১ নভেম্বর) দ্বিতীয় ধাপের নির্বাচনে তিনি বিজয়ী হন। লাবসা ইউনিয়নের চেয়ারম্যানের দায়িত্বে তিনি এই নিয়ে টানা ৩৩ বছর।

তিনি ১৯৮৮ সালের পর থেকে এ পর্যন্ত মোট সাতবার চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তিনি এবার পেয়েছেন ১৬ হাজার ৩৩৩ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের নজরুল ইসলাম পেয়েছেন ৩ হাজার ৩০০ ভোট। দলীয়ভাবে তিনি জেলা বিএনপির সদস্য সচিব।

আবদুল আলিম বলেন, এ জয় আমার না জনগণের। টানা সাতবার চেয়ারম্যান পদে নির্বাচিত করায় তিনি লাবসা ইউনিয়নবাসীর প্রতি কৃতজ্ঞতা জানান।

অপরদিকে বল্লী ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে তৃতীয়বারের মতো চেয়ারম্যান হয়েছেন বিএনপি নেতা ও জেলা আইনজীবী সমিতির সদস্য অ্যাডভোকেট মোহিতুল ইসলাম। তিনি পেয়েছেন ৪ হাজার ৫৫৪ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সাবেক চেয়ারম্যান হাবিবুর রহমান পেয়েছেন ৪ হাজার ১১ ভোট।

More news

© All rights reserved | 2016 dhaka24.net by |

Theme Customized BY WooHostBD