1. shahinit.mail@gmail.com : dhaka24 : ঢাকা টোয়েন্টিফোর
  2. arifturag@gmail.com : ঢাকা টোয়েন্টিফোর : ঢাকা টোয়েন্টিফোর
March 21, 2023, 2:01 am

নরসিংদীতে ১২ ইউপি’র ৬টিতে স্বতন্ত্র ও ৬টিতে আ.লীগ প্রার্থী বিজয়ী

Dhaka24 | Online Desk:
  • Update Time | Friday, November 12, 2021,
  • 1 View

দ্বিতীয় ধাপে আজ বৃহস্পতিবার (১১ নভেম্বর) নরসিংদীর রায়পুরা উপজেলার ১০ টি ও সদর উপজেলার ২ টি ইউনিয়নের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এতে বেসরকারিভাবে চেয়ারম্যান পদে ৬টিতে স্বতন্ত্র (বিদ্রোহী) ও ৬টিতে আ.লীগ প্রার্থী বিজয়ী হয়েছেন।

বিজয়ী প্রার্থীরা হলেন- সদর উপজেলার চরদীঘলদীতে দেলোয়ার হোসেন শাহীন (আ.লীগ), আলোকবালী ইউনিয়নে দেলোয়ার হোসেন সরকার দিপু (আ.লীগ) ও রায়পুরা উপজেলার বাঁশগাড়ীতে রাতুল হাসান জাকির (স্বতন্ত্র), শ্রীনগরে রিয়াজ মোরশেদ খান রাসেল (আ.লীগ), পাড়াতলীতে ফেরদৌস কামাল জুয়েল (আ.লীগ), চরমধুয়ায় আহসান শিকদার (স্বতন্ত্র), মির্জানগরে বশির উদ্দিন সরকার রিপন (স্বতন্ত্র), আমিরগঞ্জে ফজলুল করিম ফারুক (স্বতন্ত্র), হাইরমারায় কবির হোসেন (আ.লীগ), মির্জারচরে জাফর ইকবাল মানিক (স্বতন্ত্র), নিলক্ষ্যায় আক্তারুজ্জামান (স্বতন্ত্র), চরসুবুদ্ধিতে নাসির উদ্দিন (আ.লীগ)।

More news

© All rights reserved | 2016 dhaka24.net by |

Theme Customized BY WooHostBD