1. shahinit.mail@gmail.com : dhaka24 : ঢাকা টোয়েন্টিফোর
  2. arifturag@gmail.com : ঢাকা টোয়েন্টিফোর : ঢাকা টোয়েন্টিফোর ডটনেট
সোমবার, ২৮ এপ্রিল ২০২৫, ১০:০১ অপরাহ্ন

কারাগারে বসে এসএসসি পরীক্ষায় অংশ নিলো এক শিক্ষার্থী

Dhaka24 | ঢাকা টোয়েন্টিফোর -
  • প্রকাশ | রবিবার, ১৪ নভেম্বর, ২০২১
  • ১০৭ পাঠক

চাঁপাইনবাবগঞ্জ জেলা কারাগারে বসে এসএসসি পরীক্ষায় অংশ নিলো এক শিক্ষার্থী। তিনি বর্তমানে পর্নোগ্রাফি মামলায় কারান্তরীণ আছেন। রোববার (১৪ নভেম্বর) সকালে জেলা কারাগার অফিস কক্ষে পরীক্ষায় অংশগ্ৰহণ করেন তিনি। কারাগার সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।
জানা যায়, গোমস্তাপুর উপজেলার মো. তরিকুল ইসলামের ছেলে মো. জনি বারঘোরিয়া পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থী। একটি পর্নোগ্রাফি মামলায় ২১ এপ্রিল হতে কারাগারে বন্দি রয়েছেন তিনি।

জানতে চাইলে চাঁপাইনবাবগঞ্জ জেলা কারাগারের জেলার মো. হাবিবুর রহমান বলেন, ‘গোমস্তাপুর উপজেলার একজন এসএসসি শিক্ষার্থী কারাগারে আসার পর তার পরিবারের পক্ষ হতে আদালতে আবেদন করা হয়। আদালতের নির্দেশ পাওয়ার পর আমরা পরীক্ষা গ্রহণের জন্য সব ধরনের প্রস্তুতি গ্রহণ করি। কারাগারের অফিসকক্ষে তার পরীক্ষার ব্যবস্থা করা হয়েছে।’

তিনি আরও জানান, ‘কারাগারে বসে যাতে পড়াশোনা করতে পারে সেজন্য সব ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।’

লাইক কমেন্ড ও শেয়ার করে সাথে থাকুন-

আরো খবর

© All rights reserved | 2016 dhaka24.net by |

Theme Customized BY WooHostBD