খালেদা জিয়ার ওপর প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে মহানুভবতা দেখিয়েছেন তা নজিরবিহীন বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ। বৃহস্পতিবার (১৮ নভেম্বর) দুপুরে ৫৬তম চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে মন্ত্রী বলেন, ‘বিশ্ববিদ্যালয়ে পাঠদান ও ডিগ্রি প্রদানের পাশাপাশি জ্ঞানচর্চা, সংস্কৃতিচর্চা, মুক্তবুদ্ধি ও মুক্তমতের চর্চা হতে হবে। জ্ঞানভিত্তিক, ন্যায়ভিত্তিক ও বহুমাত্রিক সমাজ ব্যবস্থা ব্যতিরেকে গণতন্ত্র সুসংহত হয় না।’
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. শিরীণ আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর বেনু কুমার দে, সাবেক উপাচার্য আনোয়ারুল আজিম আরিফ, ড. বদিউল আলম, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এস এম মনিরুল হাসানসহ চাকসুর বর্তমান ও সাবেক ভিপি ও বিশ্ববিদ্যালয়ের এলামনাই অ্যাসোসিয়েশনের সদস্যগণ।