1. shahinit.mail@gmail.com : dhaka24 : ঢাকা টোয়েন্টিফোর
  2. arifturag@gmail.com : ঢাকা টোয়েন্টিফোর : ঢাকা টোয়েন্টিফোর ডটনেট
রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ০১:৩১ অপরাহ্ন

‘তেলের মূল্যবৃদ্ধির সঙ্গে হাফ ভাড়ার সম্পৃক্ততা নেই’

Dhaka24 | ঢাকা টোয়েন্টিফোর -
  • প্রকাশ | বৃহস্পতিবার, ১৮ নভেম্বর, ২০২১
  • ১০৫ পাঠক

তেলের মূল্যবৃদ্ধির সঙ্গে হাফ ভাড়ার কোনো সম্পৃক্ততা নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। বৃহস্পতিবার (১৮ নভেম্বর) দুপুরে তেজগাঁও মহিলা কলেজে গণপরিবহনে শিক্ষার্থীদের হাফ ভাড়ার দাবিতে সড়ক অবরোধ প্রসঙ্গে তিনি এ কথা জানান।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘গণপরিবহনে অতিরিক্ত ভাড়া আদায়ের বিষয়ে আমরা মনিটরিং করছি। এটা নিয়ে কোনো জটিলতা থাকার কথা নয়। গণপরিবহনে অতিরিক্ত ভাড়া আদায় করলে আইনি ব্যবস্থা নেয়া হবে।’

তিনি বলেন, ‘জ্বালানি তেলের দাম বাড়ানোর পর পরিবহন মালিক ও শ্রমিকদের সঙ্গে নিয়ে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) বৈঠক করে নতুন বাস ভাড়া নির্ধারণ করেছে। এটা নিয়ে কোনো জটিলতা নেই। গণপরিবহনে অতিরিক্ত ভাড়া নেয়ার কোনো কারণ নেই।’

এ দিকে বৃহস্পতিবার সকালে বাসে হাফপাস বা অর্ধেক ভাড়া বহালের দাবিতে রাজধানীর ঢাকা কলেজের সামনে সড়ক অবরোধ করেন শিক্ষার্থীরা। পরে শিক্ষক ও প্রশাসনের আশ্বাসে তারা সড়ক থেকে সরে যান। তবে আগামী শনিবারের মধ্যে শিক্ষার্থীদের বাস ভাড়া অর্ধেকের বিষয়টি কার্যকর না হলে ফের আন্দোলনের কর্মসূচির কথা জানিয়েছেন তারা।

লাইক কমেন্ড ও শেয়ার করে সাথে থাকুন-

আরো খবর

© All rights reserved | 2016 dhaka24.net by |

Theme Customized BY WooHostBD