কক্সবাজার শহরের পর্যটন এলাকায় কলাতলী রোডের লংবীচ হোটেলের পূর্ব পাশে মাছরাঙা রেস্তোরাঁর সামনে থেকে ১০ হাজার পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর, কক্সবাজার।
বুধবার (২৪ নভেম্বর) বিকাল সাড়ে ৩টার দিকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর, কক্সবাজার কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ রুহুল আমিন এর নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।
আটক মাদক কারবারির নাম আবদুল হাসিম। তিনি টেকনাফ সাবরাং ৭ নং ওয়ার্ডের শাহপরীর দ্বীপের মাঝের পাড়ার রশিদ আহমদের ছেলে।
বিষয়টি নিশ্চিত করে মোহাম্মদ রুহুল আমিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে কক্সবাজার সদরের কলাতলী রোডের লংবীচ হোটেলের পূর্ব পাশে মাছরাঙা রেস্তোরাঁর সামনে রাস্তার ফুটপাত থেকে ইয়াবাসহ ওই মাদক কারবারিকে আটক করা হয়।
এ ঘটনায় কক্সবাজার সদর মডেল থানায় মাদক আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।