1. shahinit.mail@gmail.com : dhaka24 : ঢাকা টোয়েন্টিফোর
  2. arifturag@gmail.com : ঢাকা টোয়েন্টিফোর : ঢাকা টোয়েন্টিফোর
May 30, 2023, 9:05 pm

বিমানের সিটের নিচে মিলল ১০ কেজি স্বর্ণ

Dhaka24 | Online Desk:
  • Update Time | Saturday, December 18, 2021,
  • 17 View

চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে বাংলাদেশ বিমানের একটি বিমানের সিটের নিচ থেকে ৮৬টি সোনার বার উদ্ধার করা হয়েছে। আজ শনিবার সকালে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা এবং কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর সংযুক্ত আরব আমিরাত থেকে আসা ওই বিমানে যৌথ অভিযান চালিয়ে এসব সোনার বার জব্দ করে।

উদ্ধার করা প্রতিটি সোনার বারের ওজন ১১৬ গ্রাম। এ হিসেবে ৮৬টি সোনার বারের ওজন ৯ কেজি ৯৭৬ গ্রাম। সব মিলিয়ে হয় ৮৫৫ ভরি। বর্তমান বাজারমূল্যে এই সোনার বারের দাম প্রায় সোয়া ছয় কোটি টাকা বলে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা এবং কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরে কর্মকর্তারা জানান।

কর্মকর্তারা জানান, শনিবার সকাল সাড়ে আটটায় সংযুক্ত আরব আমিরাত থেকে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইট অবতরণ করে। যাত্রীরা নেমে যাওয়ার পর একটি আসনের নিচে কালো স্কচটেপ মোড়ানো অবস্থায় সোনার বারগুলো উদ্ধার করা হয়।

কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর উপপরিচালক একেএম সুলতান মাহমুদ বলেন, এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

ব্যাগেজ রুলের আওতায় একজন যাত্রী বিদেশ থেকে ফেরার সময় ঘোষণা দিয়ে সর্বোচ্চ ২৩৪ গ্রাম ওজনের সোনার বার নিয়ে আসতে পারেন। বৈধভাবে সোনার বার আমদানির জন্য শুল্ক-কর পরিশোধ করতে হয়। ব্যাগেজ রুলের আওতায় প্রতি ভরিতে (১১ দশমিক ৬৬৪ গ্রাম) শুল্ক-কর দুই হাজার টাকা।

More news

© All rights reserved | 2016 dhaka24.net by |

Theme Customized BY WooHostBD