1. shahinit.mail@gmail.com : dhaka24 : ঢাকা টোয়েন্টিফোর
  2. arifturag@gmail.com : ঢাকা টোয়েন্টিফোর : ঢাকা টোয়েন্টিফোর
March 21, 2023, 1:17 am

নৌকার প্রার্থীর নির্বাচনী অফিসে হামলা, আগুন

Dhaka24 | Online Desk:
  • Update Time | Sunday, December 26, 2021,
  • 1 View

ময়মনসিংহের নান্দাইল উপজেলা ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকার চেয়ারম্যান পদপ্রার্থীর প্রচার কার্যালয়ে হামলা ও আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। শনিবার রাতে এই হামলা ও আগুনের ঘটনা ঘটে বলে নৌকা প্রতীকের প্রার্থী সৈয়দ আশরাফুজ্জামান খোকন অভিযোগ করেন। এ ঘটনায় আজ রবিবার সন্ধ্যায় রিটার্নিং অফিসারের কাছে লিখিত অভিযোগ করা হয়েছে।

আওয়ামী লীগের এই প্রার্থী জানান, এলাকার গয়েশপুর নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের পাশে থাকা নির্বাচনী প্রচারণার অফিসে হামলার পর আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা। তিনি অভিযোগ করে জানান, স্বতন্ত্র প্রার্থী আসাদুজ্জামান নয়নের নিশ্চিত পরাজয় জেনেই তাঁর লোকেরা এ ঘটনা ঘটিয়েছে।

স্বতন্ত্র প্রার্থী আসাদুজ্জামান নয়ন এ বিষয়ে জানান, তাঁর লোকজন এ ঘটনা ঘটায়নি। এটা সাজানো। নিজেরাই এ ঘটনা ঘটিয়ে তাঁর নেতাকর্মীদের হয়রানি করার চেষ্টা করছে।

রিটার্নিং অফিসার মসিউর রহমান অভিযোগ পাওয়ার সত্যতা স্বীকার করে জানান, ওই অভিযোগটি আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর কাছে দেওয়া হয়েছে।

More news

© All rights reserved | 2016 dhaka24.net by |

Theme Customized BY WooHostBD