করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে ষাট বছর কিংবা তার চেয়ে বেশি বয়সী এবং চিকিৎসাকর্মীদের করোনা টিকার চতুর্থ ডোজ দিতে যাচ্ছে ইসরায়েল। এর মধ্য দিয়ে ওমিক্রন থেকে মুক্তি পেতে টিকার অতিরিক্ত ডোজ দিতে যাওয়া প্রথম দেশ হতে যাচ্ছে তারা। খবর ব্লুমবার্গ।
চার মাসে আগে সর্বশেষ ডোজ নিয়েছেন, এমন চিকিৎসাকর্মীদের জন্য চতুর্থ ডোজের প্রস্তাব দেওয়া হয়েছে। রবিবার (২ জানুয়ারি) এক সংবাদ সম্মেলনে ইসরায়েলি প্রধানমন্ত্রী নাফতালি বেনেট এমন খবর দিয়েছেন।
যাদের রোগপ্রতিরোধ ক্ষমতা নষ্ট হয়ে গেছে, গেল সপ্তাহে তাদের টিকার অতিরিক্ত ডোজ দেওয়ার প্রস্তাব দেওয়া হয়েছে। বার্ধক্য ওয়ার্ড ও নার্সিং হোমের রোগীদের জন্যও টিকার অতিরিক্ত ডোজ দেওয়ার কথা বলা হয়েছে।
৯৫ লাখ জনসংখ্যার ইসরায়েলে গত সপ্তাহে প্রতিদিন পাঁচ হাজারের বেশি করোনা রোগী শনাক্ত হয়েছে। সপ্তাহের শেষে এই রোগীর সংখ্যা চারগুণ বেড়ে যাওয়ার কথা।
নাফতালি বেনেট বলেন, প্রতিদিন গড়ে ৫০ হাজার ইসরায়েলি করোনায় আক্রান্ত হতে পারেন। যা আগের চুড়ান্ত সংক্রমণের চেয়ে প্রায় পাঁচগুণ বেশি।
তিনি আরও বলেন, আমাদের এখন নিজেদের কাজের প্রতি মনোযোগী হতে হবে। এই মহামারির মধ্যে যদি অর্থনীতিকে যথাসম্ভব খুলে দিতে চাই, তাহলে দ্রুতই চূড়ান্ত সিদ্ধান্ত নিতে হবে।
টিকা দেওয়ার ক্ষেত্রে বিশ্বে সব দেশের তুলনায় এগিয়ে আছে ইসরায়েল। প্রথম দেশ হিসেবে তারা জনসংখ্যার অধিকাংশকে টিকা দিয়েছেন। গত বছর বুস্টার ডোজ দেওয়ার ক্ষেত্রে তারা সবচেয়ে বেশি আগ্রাসী ছিল।