বিচ্ছেদ ও নতুন সম্পর্কে জড়িয়ে হামেশাই খবরের শিরোনাম হয়ে থাকেন ভারতের পশ্চিমবঙ্গের জনপ্রিয় অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়। এদিকে, শৈশব থেকে একটি স্বপ্ন বুকে লালন করে এসেছেন শ্রাবন্তী। যেটা তিনি পূরণ করেছেন। সেটা হলো, অনেক উঁচুতে বাসা নেয়া। যাতে তার বাসার বারান্দাটা থাকে সবার ওপরে।
শ্রাবন্তী বলেন, আমার শৈশবের একটা গুরুত্বপূর্ণ স্বপ্ন ছিল; আমার বাড়ির বারান্দাটা অনেক উঁচুতে হবে। আমি ইচ্ছে মতো আকাশ দেখতে পাবো। আমার এই স্বপ্নটাকে চারপাশের পৃথিবীর থেকে ভীষণ আগলে রেখেছিলাম।
স্বপ্নটাকে পূরণ করে শ্রাবন্তী এখন সেরকমই একটি বাসায় থাকেন। একটি ভিডিওতে সেই বাসার চিত্র দেখিয়েছেন অভিনেত্রী। সেই সঙ্গে দুর্গাপূজার অগ্রিম শুভেচ্ছা জানিয়ে বলেছেন, ‘এটাই হলো আমার মনের ঠিকানা’।
জানা যায়, কলকাতার একটি অভিজাত আবাসিক এলাকায় রয়েছে শ্রাবন্তীর এই ফ্ল্যাট। একই আবাসনে রয়েছে তার বর্তমান প্রেমিক অভিরূপ নাগ চৌধুরীর বাসাও। এই সুবাদে দু’জনের সম্পর্কও জমে উঠেছে।