নতুন বছরে এসেই সালমা বললেন একদিন কাঁদবা তুমি। না, এ কথা সরাসরি কাউকে বলেননি তিনি। তবে একথা তিনি নতুন একটি গানে বলেছেন। এবছরে প্রথম কোনো গানে কণ্ঠ দিয়েছেন ‘ক্লোজআপ ওয়ান’খ্যাত কণ্ঠশিল্পী মৌসুমী আক্তার সালমা।
‘একদিন কাঁদবা তুমি’ শিরোনামের গানটির কথা লিখেছেন এন আই বুলবুল। ফারুক শিমুলের সুরে এটির সংগীত পরিচালনা করেছেন রোহান রাজ। সম্প্রতি রাজধানীর একটি রেকর্ডিং স্টুডিওতে নতুন এই গানটিতে কণ্ঠ দিয়েছেন সালমা।
এ প্রসঙ্গে সালমা বলেন, স্টেজ শোর ব্যস্ততার কারণে গেল কিছুদিন নতুন গানের রেকর্ড কম করছি। এ গানের মধ্য দিয়ে নতুন বছরের গান শুরু করেছি। নতুন বছরের প্রথম গানটি সত্যি দারুণ হয়েছে। কথা ও সুর দু’টিই সবার ভালো লাগবে।
এন আই বুলবুল বলেন, নতুন বছরের প্রথম গানটি আমার পছন্দের শিল্পীর কণ্ঠে রেকর্ড করতে পেরে ভালো লাগছে। গানের কথায় শ্রোতারা ভিন্নতা পাবেন। আশা করছি এটি সবার জন্য উপভোগ্য একটি গান হবে।
শিগগিরই গানটি প্রকাশ পাবে বলে জানিয়েছেন সালমা।