আবারও নাটোর পৌরসভার মেয়র নির্বাচিত হলেন উমা চৌধুরী জলি। তিনি আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকে ২০ হাজার ৫৭৯ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী (স্বতন্ত্র প্রার্থী) শেখ এমদাদুল হক আল মামুন নারিকেল গাছ প্রতীক নিয়ে পেয়েছেন ১৩ হাজার ৭৪২ ভোট। রোববার (১৬ জানুয়ারি) সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত প্রথমবারের মতো ইভিএম মেশিনের মাধ্যমে নাটোর পৌরসভা নির্বাচন অনুষ্ঠিত হয়।
সকাল থেকেই প্রশাসনের কঠোর নিরাপত্তার মধ্যে দিয়ে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। নাটোর পৌরসভার মোট ভোটার সংখ্যা ৬৩ হাজার ৪৮৬। এরমধ্যে পুরুষ ভোটার ৩০ হাজার ৬৮১ জন এবং নারী ভোটার সংখ্যা ৩২ হাজার ৮০৫ জন।
অন্যদিকে নাটোরের বাগাতিপাড়া পৌরসভা নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী (বিএনপি) জগ প্রতীকের শরিফুল ইসলাম লেনিন ২ হাজার ২৮৭ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী (স্বতন্ত্র প্রার্থী) মাইমুন সুলতান নারিকেল গাছ প্রতীক নিয়ে ২ হাজার ১৮৮ ভোট পেয়েছেন এবং আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী শাহিদা খাতুন পেয়েছেন ১ হাজার ৬৩৭ ভোট।