রাজধানীর যাত্রাবাড়ীর মাতুয়াইলে বাসের সঙ্গে সিএনজি অটোরিকশার ধাক্কা লেগে নারীসহ তিনজন নিহত হয়েছেন।
শুক্রবার (২১ জানুয়ারি) সকাল সোয়া ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন যাত্রাবাড়ী থানার উপপরিদর্শক (এসআই) বিশ্বজিৎ সরকার।
তিনি জানান, দুর্ঘটনার পর গুরুতর আহত অবস্থায় তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
দুর্ঘটনাকবলিত সিএনজি সড়ক থেকে সরিয়ে নিলেও অভিযুক্ত বাস চালক বা বাস কোনোটিই আটক করতে পারেনি পুলিশ। এ বিষয়ে পুলিশ কাজ করছে বলে জানান তিনি।
স্থানীয়রা জানান, ওই তিনজন সম্পর্কে বাবা, মেয়ে ও মেয়ের জামাই। তারা সকালে বরিশাল থেকে ঢাকায় আসেন। এরপর সিএনজি নিয়ে মাতুয়াইলের একটি হাসপাতালে যাচ্ছিলেন। পথে বাসের সঙ্গে সিএনজির ধাক্কা লেগে এই দুর্ঘটনা ঘটে।