1. shahinit.mail@gmail.com : dhaka24 : ঢাকা টোয়েন্টিফোর
  2. arifturag@gmail.com : ঢাকা টোয়েন্টিফোর : ঢাকা টোয়েন্টিফোর
March 21, 2023, 1:36 am

বরিশালে ছিনতাইয়ের অভিযোগে ২ নারী আটক

Dhaka24 | Online Desk:
  • Update Time | Wednesday, January 26, 2022,
  • 6 View

ছিনতাইয়ের শিকার নগরীর ২ নম্বর ওয়ার্ডের সাবেক নারী কাউন্সিলর তাসলিমা কালাম পলি জানান, সকালে ব্যাংক থেকে ৫০ হাজার টাকা তুলে গির্জা মহল্লা এলাকা দিয়ে তিনি যাচ্ছিলেন। এ সময় অভিযুক্ত দুই নারীসহ আরও কয়েকজন তার পিছু নেয়।

বরিশাল নগরীতে সাবেক এক নারী কাউন্সিলরের ব্যাগ থেকে টাকা ছিনতাইয়ের অভিযোগে দুই নারী ছিনতাইকারীকে আটক করেছে সাধারণ মানুষ। পরে তাদের পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

বুধবার দুপুরে নগরীর গির্জা মহল্লা এলাকায় ওই ছিনতাই ও আটকের ঘটনা ঘটে। এ সময় আটক হওয়া দুই নারীর কাছ থেকে ছিনতাই করা ৫০ হাজার টাকাও উদ্ধার করা হয়েছে।

আটক হওয়া রিনা ও আরজিনা বরিশালের বাবুগঞ্জ উপজেলায় রহমতপুর রামপট্টি এলাকার বেদেপল্লিতে বাস করেন বলে জানিয়েছেন।

ছিনতাইয়ের শিকার নগরীর ২ নম্বর ওয়ার্ডের সাবেক নারী কাউন্সিলর তাসলিমা কালাম পলি জানান, সকালে ব্যাংক থেকে ৫০ হাজার টাকা তুলে গির্জা মহল্লা এলাকা দিয়ে তিনি যাচ্ছিলেন। এ সময় অভিযুক্ত দুই নারীসহ আরও কয়েকজন তার পিছু নেয়।

বিষয়টি সন্দেহজনক হলে তিনি তাদের পিছু নেয়ার কারণ জানতে চান। তাৎক্ষণিকভাবে তিনি দেখেন তার বহন করা ব্যাগের চেইন খোলা এবং সেখানে রাখা ৫০ হাজার টাকাও নেই।

এ অবস্থায় সন্দেহজনক ওই দুই নারী রিনা ও আরজিনাকে ধরে ফেলেন পলি। পরে তাদের একজনের ওড়নায় পেঁচানো অবস্থায় ওই টাকা উদ্ধার করা হয়।

এ সময় ঘটনাস্থলে উপস্থিত সাধারণ মানুষ রিনা ও আরজিনাকে কোতোয়ালি থানা পুলিশের কাছে হস্তান্তর করে।

এ ঘটনায় ছিনতাইয়ের শিকার সাবেক নারী কাউন্সিলর বাদী হয়ে মামলা করবেন বলে জানিয়েছেন।

বরিশাল কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আজিমুল করিম জানান, দুই নারীকে থানায় রাখা হয়েছে। ভুক্তভোগী মামলা করলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

More news

© All rights reserved | 2016 dhaka24.net by |

Theme Customized BY WooHostBD