রাজধানীর উত্তরায় বেঙ্গল টাইগার স্পোর্টিং ক্লাবের অন্তর্ভুক্ত উত্তরা ফুটবল ক্লাবের ২০২১-২০২২ এর জার্সি উন্মোচন করা হয়েছে।
মঙ্গলবার ৮ ই ফেব্রুয়ারি রাত ১০ ঘটিকায় উত্তরা ১৪ নং সেক্টর পার্ক সংলগ্ন উত্তরা ফুটবল ক্লাব কার্যালয়ে জার্সি উন্মোচন অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উত্তরা পশ্চিম থানা আওয়ামীলীগের সহ সভাপতি আলাউদ্দিন আল সোহেল এর পৃষ্টপোষকতায় উত্তরা ফুটবল ক্লাবটি গঠিত হয়।
ফুটবল ক্লাবের সভাপতি কানতারা খালেদা খান এর সভাপতিত্বে রাইসুল ইসলাম লিটনের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উত্তরা ফুটবল ক্লাবের সভাপতি কানতারা খালেদা খান, সাধারণ সম্পাদক রাইসুল ইসলাম লিটন, ৫২ নং ওয়ার্ড কাউন্সিলর ফরিদ আহমেদ, সিনিয়র সহ সভাপতি মাহবুবে খোদা, সহ সভাপতি শেখ শাহাবুদ্দিন,
এছাড়াও আরো উপস্থিত ছিলেন আহালিয়া কল্যাণ সমিতির সহ সভাপতি জসীমউদ্দীন, কোষাধক্ষ্য গিয়াসউদ্দিন, আহালিয়া ইউনিট আওয়ামীলীগের সভাপতি আলম হোসেন, মিজানুর রহমান সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ।