1. shahinit.mail@gmail.com : dhaka24 : ঢাকা টোয়েন্টিফোর
  2. arifturag@gmail.com : ঢাকা টোয়েন্টিফোর : ঢাকা টোয়েন্টিফোর
শুক্রবার, ২২ সেপ্টেম্বর ২০২৩, ০৬:৪০ অপরাহ্ন

ভুল কেন্দ্রে আসা শিক্ষার্থীকে সঠিক কেন্দ্রে পৌঁছে দিল উত্তরা পশ্চিম থানা পুলিশ

আলী হোসেন (শ্যামল)
  • প্রকাশ | বৃহস্পতিবার, ১৫ সেপ্টেম্বর, ২০২২
  • ৫৫ পাঠক

এসএসসি পরীক্ষার প্রথম দিনেই ভুল করে ভুল কেন্দ্রে চলে আসেন  উদয়ন স্কুলের শিক্ষার্থী মীম, তার কেন্দ্র ছিল উত্তরা গার্লস স্কুলে, কিন্তু তিনি চলে আসেন উত্তরা বয়েজ স্কুলে। পরে উত্তরা পশ্চিম থানা পুলিশের গাড়িতে তার কেন্দ্রে পৌঁছে দেওয়া হয়।

একইভাবে ভুল করে বাসায় প্রবেশপত্র ফেলে আসেন কয়েক শিক্ষার্থী। তাদের বাসা থেকে প্রবেশপত্র এনে দেয় পুলিশ। যানজটে আটকা শিক্ষার্থীদেরও বিশেষ মোটরসাইকেলে করে কেন্দ্রেও দিয়ে আসে পুলিশ। এ ধরনের বিশেষ সেবা নিয়ে এসএসসি পরীক্ষার্থীদের জন্য ‘সাপোর্ট’ নামে বিশেষ সেবা চালু করা হয়েছে।

ডিএমপির উত্তরা পশ্চিম থানার উদ্যোগে এই সেবা চালু করা হয়েছে। এসএসসি পরীক্ষার প্রথম দিনে উত্তরা হাইস্কুল এন্ড কলেজের সামনে একটি বুথ খোলা হয়েছে। উক্ত সেবার আওতায় পুলিশের ১০ টি মোটরসাইকেল যানজট প্রবণ এলাকায় রাখা হয়েছে।

পরীক্ষার্থীরা যানজটে আটকা পড়লে সেই মোটরসাইকেলে করে তাদের কেন্দ্রে পৌঁছে দিবে। এছাড়া আলাদা তিনটি গাড়ি প্রস্তুত রাখা হয়েছে কেউ ভুলে প্রবেশপত্র ফেলে আসলে সেটা এনে দেওয়া হবে।

আজ সকালে উত্তরা হাইস্কুল এন্ড কলেজের সামনে শিক্ষার্থীদের ফুল ও কলম দিয়ে স্বাগত জানানো হয়। পুরো পরীক্ষা জুড়ে এই কার্যক্রম চালু থাকবে বলে জানান উত্তরা পশ্চিম থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ মহসিন।

লাইক কমেন্ড ও শেয়ার করে সাথে থাকুন-

আরো খবর

© All rights reserved | 2016 dhaka24.net by |

Theme Customized BY WooHostBD