1. shahinit.mail@gmail.com : dhaka24 : ঢাকা টোয়েন্টিফোর
  2. arifturag@gmail.com : ঢাকা টোয়েন্টিফোর : ঢাকা টোয়েন্টিফোর ডটনেট
July 9, 2025, 3:27 pm

পুত্র সন্তানের মা হলো পাগলী , বাবার দায়িত্ব নিলো মিল্টন সমাদ্দার

এলেন বিশ্বাস
  • Publish | Thursday, September 29, 2022,
  • 177 View

মিরপুরে অবস্থিত চাইল্ড এন্ড ওল্ড এইজ কেয়ারে জন্ম নেওয়া এক পাগলীর গর্ভে জন্ম নেওয়া পুত্র সন্তানের বাবার দায়িত্ব নিলেন উক্ত প্রতিষ্ঠানের পরিচালক মিলটন সমাদ্দার।

জানা যায়, বিগত প্রায় ২/৩ মাস পূর্বে সীতাকুন্ডের ময়লার ডাস্টবিনে উলঙ্গ অবস্থায় পরে ছিলো পাগলী। স্থানীয়দের ধারণা ছিলো পাগলী গর্ভবতী হয়েছেন।

খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় স্থানীয় স্বেচ্ছাসেবক কিছু চাইল্ড এন্ড ওল্ড এইজ কেয়ার স্বেচ্ছাসেবক টিম। অনেক প্রতিকুলতা জেনেও এই প্রথম মানসিক ভারসম্যহীন গর্ভবতী বোনের দায়ীত্ব নেয় চাইল্ড এন্ড ওল্ড এইজ কেয়ার প্রতিষ্ঠাতা মিলটন সমাদ্দার।

দীর্ঘ দিনের পরিচর্যায় পাগলী বোন আজ ভোর ৪ ঘটিকার সময় জন্ম দেন ফুটফুটে একটি পূত্র সন্তান। চাইল্ড এন্ড ওল্ড এইজ কেয়ার বৃদ্ধা আশ্রমের দীর্ঘ ৮ বছরের পথচলায় এই প্রথম আশ্রমে একটি শিশুর জন্ম হলো।

বাচ্চাটিকে পেয়ে বৃদ্ধা আশ্রমের কর্মকর্তা কর্মচারীসহ প্রতিষ্ঠাতা মিলটন সমাদ্দার ও তার স্ত্রী খুবই আনন্দিত। তবে রাস্তায় পরে থাকা বা ঘুরে বেড়ানো পাগলীদের সাথে ধর্ষণ কিংবা এমন অমানবিক আচরণ সমাজকে চিন্তিত করে, নষ্ট করে পরিবেশ।

বৃদ্ধা আশ্রমের প্রতিষ্ঠাতা মিলটন সমাদ্দার বলেন- এমন নোংরা মানসিকতা এক শ্রেণীর মানুষের মধ্যে দিন দিন বেড়েই চলেছে। রাস্তাঘাটে প্রায়ই দেখা যায় এক পাগলীর পিছনে ২/৩টি বাচ্চা ঘুড়ছে অথচ বাচ্চাগুলো জানেনা কে তাদের বাবা। আমার বিশ্বাস দেশের প্রশাসন, সচেতন ও মানবিক ব্যাক্তিদের ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসতে হবে অসহায় ও সুবিধা বঞ্চিতদের জন্য গড়ে তুলতে হবে বসবাসযোগ্য সুন্দর একটি পরিবেশ।

More news

© All rights reserved | 2016 dhaka24.net by |

Theme Customized BY WooHostBD