1. shahinit.mail@gmail.com : dhaka24 : ঢাকা টোয়েন্টিফোর
  2. arifturag@gmail.com : ঢাকা টোয়েন্টিফোর : ঢাকা টোয়েন্টিফোর ডটনেট
July 9, 2025, 3:24 pm

ইউরোপে গ্যাস সরবরাহে প্রস্তুত রাশিয়া

ডেস্ক রিপোর্ট-
  • Publish | Thursday, October 6, 2022,
  • 197 View

রাশিয়ার উপ-প্রধানমন্ত্রী আলেকজান্ডার নোভাক বলেছেন, ‘নর্ড স্ট্রিম-২ পাইপ লাইনের মাধ্যমে ইউরোপের গ্যাস পাঠাতে প্রস্তুত মস্কো। সম্প্রতি নর্ড স্ট্রিম-১ পাইপলাইনে বিস্ফোরণের ফলে ইউরোপে গ্যাস সরবরাহ বন্ধ রয়েছে। তিনি সাম্প্রতিক বিস্ফোরণকে ইচ্ছাকৃত বলে মন্তব্য করেন।

আলেকজান্ডার নোভাক বলেন, নিঃসন্দেহে গ্যাস পাইপ লাইনে অন্তর্ঘাতমূলক ক্ষতিসাধন করা হয়েছে। তবে গ্যাস সরবরাহের আগে তা পরীক্ষা করে দেখতে হবে। নর্ড স্ট্রিম-২ পাইপলাইন গ্যাস সরবরাহের জন্য সম্পূর্ণভাবে প্রস্তুত বলেও তিনি উল্লেখ করেন।

গত ২৬ সেপ্টেম্বর নর্ড স্ট্রিম-১ ও ২ এ বিস্ফোরণের পর গ্যাসের চাপ একেবারে কমে যায়। এতে বিপুল পরিমাণে গ্যাস সাগরে মিশে যায়। এই ঘটনাতে ধারণা করা হচ্ছে যে একটি অন্তর্ঘাতমূলক তৎপরতার কারণেই বিস্ফোরণ ঘটেছে।

More news

© All rights reserved | 2016 dhaka24.net by |

Theme Customized BY WooHostBD