August 11, 2025, 5:31 pm

ইলিশ রপ্তানি আর বাড়ানো উচিত হবে না: মন্ত্রী

ডেস্ক রিপোর্ট- 153 View
Update : Thursday, October 6, 2022

ভারতে ইলিশ রপ্তানি আর বাড়ানো উচিত হবে না বলে মন্তব্য করেছেন মৎস ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম। স‌চিবালয়ে আজ বৃহস্প‌তিবার এক সংবাদ স‌ম্মেলনে সাংবা‌দিক‌দের প্র‌শ্নের জবাবে রেজাউল ক‌রিম ব‌লেন, ‘এবার বাণিজ্যিকভাবে শুধু ভারতে ইলিশ রপ্তা‌নি করা হ‌য়ে‌ছে। এ বছর অন্য কয়েকটি দেশে উপহার হিসেবে ইলিশ গেছে। আমি ব্যক্তিগতভাবে মনে করি ইলিশ রপ্তানি আর বাড়ানো উচিত হবে না।’

প্রানিসম্পদ মন্ত্রী বলেন, ‘সরকার সমন্বিতভাবে নানা কার্যক্রম বাস্তবায়ন করায় ইলিশের উৎপাদন বেড়েছে। ২০০৮-০৯ অর্থবছরে দুই দশমিক ৯৮ মেট্রিক টন ইলিশ আহরণ করা হলেও ২০২০ -২১ অর্থবছরে পাঁচ দশ‌মিক ৬৫ মেট্রিক টন ইলিশ আহরণ করা হয়েছে। গত ১২ বছরে দেশে ইলিশ আহরণ বেড়েছে প্রায় দ্বিগুণ, এসময় ইলিশের উৎপাদন বৃদ্ধির হার ৯০ শতাংশ।’

এবার এক হাজার ৩৫২ মে‌ট্রিক টন ইলিশ রপ্তা‌নি ক‌রে ১৪১ কো‌টি ৬৪ লাখ টাকা আয় হ‌য়ে‌ছে ব‌লে জানান মন্ত্রী।

দুর্গাপূজা উপলক্ষে ভারতে ইলিশ রপ্তানির মেয়াদ প্রথমে ছিল ৩০ সেপ্টেম্বর পর্যন্ত। পরে তা ৫ অক্টোবর পর্যন্ত বাড়ায় সরকার।

গত বছর দুর্গাপূজায় ১১৫টি রপ্তানিকারক প্রতিষ্ঠানকে চার হাজার ৬০০ টন ইলিশ রপ্তানির অনুমতি দিয়েছিল বাণিজ্য মন্ত্রণালয়। সে সময় ইলিশ সংকটের কারণে এক হাজার ১০৮ টন ২৮০ কেজি ইলিশ রপ্তানি হয়েছিল।

‌সংবাদ সম্মেলনে রেজাউল ক‌রিম জানান, মা ইলিশ রক্ষায় প্রধান প্রজনন মৌসু‌মে ৭ থেকে ২৮ অক্টোবর পর্যন্ত ২২ দিন উপকূলীয় ইলিশ প্রজনন ক্ষেত্রের অন্তর্গত ৭ হাজার বর্গ কিলোমিটার এলাকাসহ দেশব্যাপী ইলিশ আহরণ, পরিবহন, বাজারজাতকরণ, ক্রয়-বিক্রয়, মজুদ ও বিনিময় নিষিদ্ধ ক‌রে‌ছে সরকার। এ সময় কেউ আইন অমান্য করলে এক থেকে দুই বছরের দণ্ড বা পাঁচ হাজার টাকা জরিমানা বা উভয় দণ্ড দেয়া হবে।

মৎস্য ও প্রা‌ণিসম্পদ মন্ত্রী ব‌লেন, রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতার ফলে ইলিশের উৎপাদন বেড়েছে। আশা করছি উৎপাদন এমনভাবে বাড়বে প্রান্তিক পর্যায়ে থেকে সবাই ইলিশের স্বাদ গ্রহণ করতে পারবেন। আমার ব্যক্তিগত অভিমত দেশের সব মানুষ ইলিশের স্বাদ গ্রহণ করুক। প্রত্যেক মানুষের কাছে ইলিশ পৌঁছানোর লক্ষ্য আছে।

ইলি‌শের দাম নি‌য়ে এক প্র‌শ্নের জবাবে মন্ত্রী ব‌লেন, সময়ের সঙ্গে তাল মিলিয়ে ইলিশের দাম কিছুটা পারা অস্বাভাবিক কিছু নয়।


More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর