1. shahinit.mail@gmail.com : dhaka24 : ঢাকা টোয়েন্টিফোর
  2. arifturag@gmail.com : ঢাকা টোয়েন্টিফোর : ঢাকা টোয়েন্টিফোর
শুক্রবার, ১৭ জানুয়ারী ২০২৫, ০৫:৪৪ অপরাহ্ন

আ. লীগ ২৪, বিদ্রোহী ৬, স্বতন্ত্র ৩ ও জাপা ১

ডেস্ক রিপোর্ট-
  • প্রকাশ | মঙ্গলবার, ১৮ অক্টোবর, ২০২২
  • ১৬১ পাঠক

সোমবার অনুষ্ঠিত ৫৭টি জেলা পরিষদ নির্বাচনে ২৪টিতে ক্ষমতাসীন আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থী চেয়ারম্যান পদে জয়ী হয়েছেন। ১০ জেলায় আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থী পরাজিত হয়েছেন। এর ৬টিতে জিতেছেন দলের বিদ্রোহী প্রার্থীরা। এ ছাড়া ৩টিতে স্বতন্ত্র ও ১টিতে জাতীয় পার্টি (জাপা) প্রার্থী জয়ী হয়েছেন।

গতকাল সোমবার সকাল ৯টা থেকে টানা ২টা পর্যন্ত ভোট গ্রহণ শেষে বেসরকারিভাবে এ ফলাফল পাওয়া যায়। এর আগে ২৩ আগস্ট পার্বত্য তিন জেলা বাদে দেশের ৬১টি জেলা পরিষদ নির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন। আদালতের নির্দেশনায় চাঁপাইনবাবগঞ্জ ও নোয়াখালী জেলা পরিষদ নির্বাচন স্থগিত আছে। ভোলা ও ফেনী জেলার সব পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ায় এ দুই জেলায় কোনো নির্বাচনের প্রয়োজন পড়েনি। ২৩ জেলায় চেয়ারম্যান পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থীরা জয়ী হয়েছেন।

২৪ জেলায় আওয়ামী লীগের বিজয়ী প্রার্থীরা হলেন: মেহেরপুরে আব্দুস সালাম, সাতক্ষীরায় মো. নজরুল ইসলাম, বগুড়ায় ডা. মকবুল হোসেন, মাগুরায় পঙ্কজ কুণ্ডু, রাজশাহীতে মীর ইকবাল, রাজবাড়ীতে এ কে এম শফিকুল মোরশেদ আরুজ, খুলনায় শেখ হারুনুর রশীদ, মানিকগঞ্জে গোলাম মহীউদ্দীন, গাইবান্ধায় আবু বকর সিদ্দিক, যশোরে সাইফুজ্জামান পিকুল, নড়াইলে সুবাসচন্দ্র বোস, ময়মনসিংহে ইউসুফ খান পাঠান, নেত্রকোনায় অসিত কুমার সরকার সজল, গাজীপুরে মো. মোতাহার হোসেন, কিশোরগঞ্জে মো. জিল্লুর রহমান, হবিগঞ্জে ডা. মুশফিক হোসেন চৌধুরী, চাঁদপুরে ওচমান গণি পাটওয়ারী, নীলফামারীতে মমতাজুল হক, জয়পুরহাটে খাজা শামসুল আলম, ব্রাহ্মণবাড়িয়ায় আল মামুন সরকার, চট্টগ্রামে এ টি এম পেয়ারুল ইসলাম, চুয়াডাঙ্গায় মাহফুজুর রহমান মনজু, কুষ্টিয়ায় সদর উদ্দিন খান, নাটোরে সাজেদুর রহমান খান চেয়ারম্যান পদে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।

আওয়ামী লীগের বিভিন্ন পদ-পদবিতে থাকা বিজয়ী বিদ্রোহী প্রার্থীরা হলেন: নরসিংদীতে ইশরাত উদ্দিন আহমেদ মনির, ফরিদপুরে মো. শাহাদাত হোসেন, সুনামগঞ্জে জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি নুরুল হুদা মুকুট, রংপুরে মোসাদ্দেক হোসেন বাবলু, শেরপুরে হুমায়ুন কবির রোমান, কক্সবাজারে শাহীনুল হক।

এ ছাড়া স্বতন্ত্র প্রার্থী হিসেবে বিজয়ী হয়েছেন ৩জন। এরা হলেন- পঞ্চগড়ে আব্দুল হান্নান, পটুয়াখালীতে হাফিজুর রহমান, ঝিনাইদহে ড. হারুন অর রশীদ।

দিনাজপুরে জাতীয় পার্টি সমর্থিত প্রার্থী মো. দেলওয়ার হোসেন বিজয়ী হন।

এ নির্বাচনে ৫৭ জেলায় চেয়ারম্যান পদে ৯২ জন, সাধারণ সদস্য পদে ১ হাজার ৪৮৫ জন ও সংরক্ষিত পদে ৬০৩ জন প্রতিদ্বন্দ্বিতা করেন।

৫৭টি জেলায় সাধারণ ওয়ার্ড সংখ্যা ৪৪৮টি, সংরক্ষিত ওয়ার্ড ১৬৬টি। ভোটকেন্দ্র ৪৬২টি ও ভোটকক্ষ ৯২৫টি। মোট ভোটার ৬০ হাজার ৮৬৬ জন।

লাইক কমেন্ড ও শেয়ার করে সাথে থাকুন-

আরো খবর

© All rights reserved | 2016 dhaka24.net by |

Theme Customized BY WooHostBD