1. shahinit.mail@gmail.com : dhaka24 : ঢাকা টোয়েন্টিফোর
  2. arifturag@gmail.com : ঢাকা টোয়েন্টিফোর : ঢাকা টোয়েন্টিফোর
রবিবার, ১৯ জানুয়ারী ২০২৫, ১১:৫০ অপরাহ্ন

হালুয়াঘাটে ভাতিজাদের বেত্রাঘাতে চাচীর মৃত্যু

দিলীপ কুমার দাস | হালুয়াঘাট থেকে
  • প্রকাশ | বৃহস্পতিবার, ২৭ অক্টোবর, ২০২২
  • ১৪৯ পাঠক

ময়মনসিংহের হালুয়াঘাটে জমি সংক্রান্ত বিরোধের জেরে ভাতিজাদের সংঘবদ্ধ হামলায় এক নারীর মৃত্যু হয়েছে। নিহত ৩৫ বছর নারীর নাম মনোরা খাতুন। তিনি উপজেলার গাজীর কান্দা ইউনিয়নের মহাজনিকান্দা গ্রামের রুস্তম আলীর স্ত্রী। বিষয়টি ঢাকা টোয়েন্টিফোর কে নিশ্চিত হালুয়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুজ্জামান খান।

নিহতের স্বজন ও স্থানীয় লোকজন জানান, দীর্ঘদিন ধরে রুস্তম আলী ও তার ভাই সমেদ আলীর সাথে জমি সংক্রান্ত বিষয় নিয়ে বিরোধ চলে আসছিল। এরই জের ধরে বৃহস্পতিবার (২৭ অক্টোবর) সকালে কথা কাটাকাটির শুরু দুই ভাইয়ের সাথে। এক পর্যায়ে বড় ভাই সমেদ আলী তার চার সন্তানদের নিয়ে সংঘবদ্ধ ভাবে ছোট ভাই রুস্তম আলী ও তার পরিবারের উপর বাঁশের লাঠি ও গাছের ডাল নিয়ে হামলা চালায়। এ সময় রুস্তম আলীর স্ত্রী মনোয়ারা খাতুনকে গুরুতর জখম করে পালিয়ে যায় সমেদ আলীর ছেলেরা।

পড়ে আত্মীয়রা তাকে উদ্ধার করে প্রথমে হালুয়াঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে ভাতিজা সামেদুল ইসলামকে আটক করে থানা পুলিশ।

এ বিষয়ে হালুয়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুজ্জামান খান বলেন, হালুয়াঘাট থানায় এ বিষয়ে একটি হত্যা মামলা প্রক্রিয়াধীন। জিজ্ঞাসাবাদের জন্য সামেদুল ইসলাম নামে একজনকে আটক করা হয়েছে। বাকি আসামীদের ধরতে পুলিশ মাঠে কাজ করছে।

লাইক কমেন্ড ও শেয়ার করে সাথে থাকুন-

আরো খবর

© All rights reserved | 2016 dhaka24.net by |

Theme Customized BY WooHostBD