বুধবার (২ নভেম্বর) সকাল ১০টায় শহরের রাজুর বাজার এলাকায় ইন্সটিটিউট অব লাইভস্টক সায়েন্স এন্ড টেকনোলজি অডিটরিয়ামে এই কর্মশালা অনুষ্ঠিত হয়।
য়মনসিংহ বিভাগীয় কমিশনার মো: শফিকুর রেজা বিশ্বাসের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন প্রধানমন্ত্রী কার্যালয়ের সিনিয়র সচিব মো: তোফাজ্জল হোসেন মিয়া।
বিশেষ অতিথি ছিলেন, প্রধানমন্ত্রী কার্যালয়ের মহা পরিচালক (প্রশাসন) আহসান কিবরিয়া, আশ্রয়ন-২ এর প্রকল্প পরিচালক আবু ছালেহ মো: ফেরদৌস খান, ময়মনসিংহ অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) এস.এ.এম রফিকুন্নবী।
কর্মশালায় ময়মনসিংহ, নেত্রকোনা, জামালপুর, শেরপুরের জেলা প্রশাসক, উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ আশ্রয়ন প্রকল্পের গৃহ নির্মাণের সাথে সংশ্লিষ্ট সকল সরকারী কর্মকর্তাগন এতে উপস্থিত ছিলেন।