রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ১ কেজি সোনা ও অন্যান্য অবৈধ মালামালসহ এক যুবককে গ্রেপ্তার করেছে বিমানবন্দর আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। তিনি হলেন হোসাইন মাহমুদ (২৯)। আজ শুক্রবার বেলা ৩টার দিকে বিমানবন্দরের গাড়ি পার্কিং এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
তার কাছ থেকে ৬৯৬ গ্রাম ওজনের ৬টি সোনার বার, ২৯৬ গ্রাম ওজনের স্বর্ণালংকার, তিনটি ল্যাপটপ ও দুটি আইফোন এক্সএস উদ্ধার করা হয়।
এপিবিএনের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ জিয়াউল হক পলাশ এ তথ্য জানান।
তিনি বলেন, গ্রেপ্তার হোসাইন মাহমুদ গাড়ি পার্কিং এলাকায় সন্দেহজনকভাবে ঘোরাফেরা করছিলেন। এপিবিএন গোয়েন্দারা তাকে অনেকক্ষণ অনুসরণ করার পর তাকে আটক করা হয়। পরে এপিবিএন কার্যালয়ে এনে তল্লাশি করে তার কাছ থেকে ছয়টি সোনার বার, স্বর্ণালংকার, তিনটি ল্যাপটপ ও দুটি আই ফোন জব্দ করা হয়। গ্রেপ্তার যুবক এসব সোনা ও ফোনের কোনো বৈধ কাগজপত্র দেখাতে পারেননি।
উদ্ধার করা সোনার ওজন ৯৯২ গ্রাম ও মূল্য ৬৯ লাখ টাকা। এ ছাড়া জব্দ করা দুটি আইফোন ও তিনটি ল্যাপটপের মূল্য ২ লাখ ৬০ হাজার টাকা। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে বলে জানান এ কর্মকর্তা।