প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ২২, ২০২৫, ৪:২০ এ.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ২৫, ২০২২, ৯:৩৬ পি.এম
তুরাগের কামারপাড়ায় গলায় ওড়না পেচিয়ে গার্মেন্টস কর্মীর আত্মহত্যা
রাজধানীর তুরাগের কামারপাড়া এলাকায় খাদিজা আক্তার (১৪) নামে এক গার্মেন্টস কর্মীর গলায় ওড়না পেচিয়ে আত্মহত্যা করার ঘটনা ঘটে। মৃত খাদিজা ময়মনসিংহ জেলার নান্দাইল থানার উত্তর রসূলপুর গ্রামের বাবুল মিয়ার মেয়ে।
খাদিজা তুরাগে একটি গার্মেন্টসে চাকরি করতেন এবং বাবা মায়ের সাথে কামারপাড়ায় হানিফ আলীর বাড়িতে বসবাস করতেন। কয়েকদিন আগে খাদিজার বাবা মা গ্রামের বাড়িতে চলে যায় এবং খাদিজাকে ফুফু ও দাদীর কাছে রেখে যায়।
আজ শুক্রবার সকাল ৮ টা ২০ ঘটিকায় নিজ কক্ষে দরজা বন্ধ করে খাদিজা সিলিং ফ্যানের সাথে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে।
পরবর্তীতে তার পরিবারের লোকজন ঝুলন্ত অবস্থায় খাদিজার লাশ দেখতে পেয়ে তৎক্ষণাৎ পুলিশকে খবর দিলে, ঘটনাস্থলে উপস্থিত হয়ে তুরাগ থানা পুলিশ লাশ উদ্ধার করে। তবে এখনও আত্মহত্যার কারণ জানা যায়নি।
এর পর মৃত দেহের সুরতহাল শেষে লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায় পাঠানো হয়। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
প্রধান সম্পাদক: রাছেল খাঁন | মোবাইল : +৮৮ ০১৮৫৯ ৫৫১৫৫৫ বাউনিয়া,বটতলা,তুরাগ, উত্তরা,ঢাকা-১২৩০।