রাজধানী তুরাগ থানাধীন দিয়াবাড়ি এলাকার গোলচত্বরের পশ্চিম পার্শ্বে অজ্ঞাতনামা পুরুষ (৪৫) এক ব্যক্তির লাশ উদ্ধার করে তুরাগ থানা পুলিশ।
জানা যায়, শুক্রবার (০৯ ডিসেম্বর ) দুপুর দেড় টায়
তুরাগ থানাধীন দিয়াবাড়ির ঐ এলাকায় অজ্ঞাতনামা (৪৫) একজন পুরুষের লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয় । খবর পেয়ে তুরাগ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মৃতের লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়। মৃত ব্যক্তির পরনে চেক লুঙ্গি, গেঞ্জি, লাল সোয়েটার ও মুখে চাপদাড়ি ছিল।
স্থানীয়রা জানায়, মৃত ব্যক্তি একজন পাগল ছিলেন। তাকে ৪/৫দিন আগে থেকেই অসুস্থ অবস্থায় এ এলাকায় ঘুরতে দেখেছে। এই রির্পোট লেখা পর্যন্ত মৃত্যুর সঠিক কারণ জানা যায়নি।
এই বিষয়ে তুরাগ থানার পরিদর্শক (তদন্ত) মো. শরিফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, লাশটি পরে থাকতে দেখে স্থানীয়রা খবর দিলে আমাদের থানার একটি পুলিশের টিম ঘটনা স্থলে গিয়ে লাশটি উদ্ধার করে।পরবর্তীতে উদ্ধারকৃত লাশের ময়না তদন্তের জন্য ঢাকা শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। কি কারনে তার মৃত্যু হয়েছে ময়নাতদন্ত ছাড়া তা বলা যাচ্ছে না।