রাজধানীর তুরাগ থানাধীন আহালিয়া এলাকায় ডিভোর্স দেওয়ার কারনে স্ত্রীর উপর প্রতিশোধ নিতে, পূর্ব পরিকল্পিত ভাবে ধারালো ছুরি পেটের মধ্যে ঢুকিয়ে হত্যা করা হয় স্ত্রী আকলিমা আক্তার (২০) কে । হত্যার ১৪ দিন পেরিয়ে গেলেও এখনো আইনের ধরা ছোঁয়ার বাইরে রয়ে গেছে এই হত্যার মূল আসামি একরাম চাপরাশি (২৭)।
আসামি পক্ষ পারিবারিক ও এলাকা ভিত্তিক প্রভাবশালী হওয়ায় ভুক্তভুগী পরিবারকে দিন রাত দিয়ে যাচ্ছে হুমকি ধামকি।নিহত আকলিমা আক্তার ভোলা জেলার, দুলারহাট থানার , আহম্মত পুর গ্রামের আব্দুল কাদের ও রাবেয়া খাতুনের মেজো মেয়ে।
গত ২৪ ই ডিসেম্বর (শনিবার) সন্ধ্যা ৬ টা ১৫ ঘটিকায় তুরাগের আহালিয়া এলাকায় রাস্তায় একা পেয়ে আগে থেকে হত্যার পরিকল্পনাকারী একরাম চাপরাশি আকলিমাকে বড় ধারালো ছুরি দিয়ে পেটের মধ্যে ঢুকিয়ে দিয়ে দ্রুত স্থান ত্যাগ করে পালিয়ে যায়। যন্ত্রণায় ছোটফট করতে করতে মৃত্যুর মুখে ঢোলে পড়েন আকলিমা।
এ বিষয়ে ২৫ ই ডিসেম্বর মৃত আকলিমার পিতা আব্দুল কাদের নিজে বাদী হয়ে স্বামী একরাম সহ অজ্ঞাত ২ জন কে আসামি করে তুরাগ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। যাহার মামলা নং ৩১।