রাজধানীর উত্তরা ১২ নং সেক্টর ৯ নং রোডের একটি ফ্ল্যাটের বাথরুম থেকে মিনা (২৭) নামে এক গৃহকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে উত্তরা পশ্চিম থানা পুলিশ।
মৃত মিনা জামালপুরের ইসলামপুর থানার চিনারচর গ্রামের মকুল ও অঙ্গুরার মেয়ে।
শুক্রবার রাত আনুমানিক ১ ঘটিকায় ৯৯৯ এ ফোন পেয়ে উত্তরা পশ্চিম থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে বাথরুমের জানালার গ্রিলের সাথে ঝুলন্ত অবস্থায় মিনাকে উদ্ধার করে, মৃতদেহের সুরতহাল শেষে লাশ ময়নতদন্তের জন্য ঢাকা সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।
মৃত মিনা ওই বাসায় গৃহকর্মীর কাজ করতেন। প্রাথমিক ভাবে এখনও মৃত্যুর কারণ বলা যাচ্ছে না, ময়নাতদন্তের পর বিস্তারিত জানা যাবে বলে জানান উত্তরা পশ্চিম থানা অফিসার ইনচার্জ (অপারেশন) প্রার্থ প্রতিম ব্রহ্মাণ্ড।
এ বিষয়ে মৃত মিনার ফুপু উত্তরা পশ্চিম থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করেন।