রাজধানীর তুরাগের বাউনিয়া বটতলা এলাকায় স্বামীর পরকীয়া ও পারিবারিক কলহের জের ধরে স্বামী লিঙ্গ কর্তন করলো স্ত্রী
২১ ই জানুয়ারী শনিবার বিকেলে ঘটে বাউনিয়া বটতলা আমানউল্লাহ রোডের একটি বাড়িতে ঘুমন্ত অবস্থায় স্বামী মাসুদ (৩০) কে ধারালো ব্লেড দিয়ে পুরুষাঙ্গ কেটে দেয় স্ত্রী পলি আক্তার। এই ঘটনা ঘটে। পরে চিৎকার শুনে গুরুতর আহত অবস্থায় স্বামী মো. মাসুদ মিয়া (৩০)-কে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
জানা যায়, মাসুদ ও তার স্ত্রী পলি আক্তার দুজনই পোশাক শ্রমিক তারা বাউনিয়া বটতলা এলাকার ইসমাইল গার্মেন্টসের শ্রমিক। পলির অভিযোগ তার স্বামী মাসুদ অন্য একটি মেয়ের সঙ্গে সম্পর্ক রাখেন তাই রাগে এবং ক্ষোভে একপর্যায়ে ব্লেড দিয়ে স্বামী মাসুদের লিঙ্গ কেটে ফেলে। পরে রক্তাক্ত অবস্থায় মাসুদকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায় ভুক্তভুগী পরিবার।
এই ঘটনায় মাসুদের স্ত্রীক পলিকে গ্রেফতার করেন তুরাগ থানা পুলিশ।