রাজধানীর তুরাগে মোছাঃ সোনিয়া(২৯) নামে এক গার্মেন্টস কর্মীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে তুরাগ থানা পুলিশ। মৃত সোনিয়া বরিশাল জেলার, সদর থানার, কুন্দালপুর গ্রামের পিতা: আঃ বাশার ও মাতা জোসনা বেগমের মেয়ে।
গতকাল ২৮ ই জানুয়ারী (শনিবার) তুরাগ থানাধীন সুমনেরটেকস্থ ব্লক বি এর ১৫ নং বাসার নিজ শয়ন কক্ষ থেকে ঝুলন্ত অবস্থায় সোনিয়ার মৃত দেহ উদ্ধার করা হয় উদ্ধার করা হয়। সোনিয়া পেশায় একজন গার্মেন্টস কর্মী ছিল।
জানা যায়, রাত ১০:৩০ টায় সময় দীর্ঘ সময় ঘরের দরজা বন্ধ থাকায় পাশের রুমের ভাড়াটিয়া বিল্লাল রুমের জানালা দিয়ে সোনিয়াকে কে ঘরের এঙ্গেলের সাথে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে সাথে সাথে থানায় খবর দেয়। সংবাদ পেয়ে তুরাগ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সোনিয়াকে উদ্ধার করে।
পরবর্তীতে লাশের সুরতহাল করে ময়না তদন্তের জন্য লাশ সোহরোওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।