রাজধানীর গুলশান-২ নম্বর এলাকার একটি বহুতল আবাসিক ভবনের সপ্তম তলায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুনের এই ঘটনায় একজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে।
রোববার সন্ধ্যা ৭টার দিকে গুলশানের ১০৪ নম্বর সড়কের ওই ভবনে আগুন লাগে। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ১৩টি ইউনিট আগুন নেভাতে কাজ করছে।
ঢাকা মেডিকেল কলেজ পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. বাচ্চু মিয়া বলেন, ‘রাত দশটার পরে গুলশানের অগ্নিকাণ্ডের জায়গা থেকে একজনের মরদেহ আনা হয়েছে।’
ওই তলাসহ ওপরের আরও কয়েকটি তলায় আগুন ছড়িয়ে পড়লে বেশ কয়েকজন আটকে পড়েন। আগুন থেকে বাঁচতে ভবন থেকে লাফ দিয়ে কমপক্ষে তিনজন আহত হওয়ার খবর পাওয়া গেছে।
প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও নিহতের কোনো খবর জানা যায়নি। ওই ভবন থেকে আটকে পড়া লোকজনকে উদ্ধার করার চেষ্টা চালিয়ে যাচ্ছে ফায়ার সার্ভিসের কর্মীরা।
ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার খালেদা ইয়াসমিন জানান, রাজধানীর গুলশান-২ নম্বরে একটি ভবনে সন্ধ্যা ৬টা ৫৯ মিনিটে আগুন লাগে। প্রথমে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট, পরে আরও তিনটি ইউনিট যোগ দিয়ে আগুন নিয়ন্ত্রণে চেষ্টা চালিয়ে যাচ্ছে।
পরে রাত সাড়ে ৯টার দিকে ফায়ার সার্ভিসের গণমাধ্যম কর্মকর্তা মো. শাহজাহান শিকদার জানান, ফায়ার সার্ভিসের মোট ১৩টি ইউনিট আগুন নেভাতে কাজ করছে। এ পর্যন্ত ওই ভবনে আটকে পড়া নারী-পুরুষসহ মোট সাতজনকে উদ্ধার করেছেন ফায়ার সার্ভিসের কর্মীরা। তার মধ্যে নবম তলা থেকে দুজন নারীকে উদ্ধার করা হয়েছে।