1. shahinit.mail@gmail.com : dhaka24 : ঢাকা টোয়েন্টিফোর
  2. arifturag@gmail.com : ঢাকা টোয়েন্টিফোর : ঢাকা টোয়েন্টিফোর
May 30, 2023, 9:00 pm

মিনিটে বিমানবন্দর থেকে মিরপুর

Dhaka24 | Online Desk:
  • Update Time | Sunday, February 19, 2023,
  • 50 View

মিরপুরবাসীর দীর্ঘদিনের অপেক্ষার অবসান ঘটিয়ে উদ্বোধন হলো কালশী উড়ালসড়ক। রোববার উড়ালসড়কটির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর পর থেকেই সাধারণ মানুষের চলাচলের জন্য খুলে দেয়া হয়েছে। এতে কালশী মোড়ের যানজট কমবে। বিমানবন্দর সড়ক থেকে মিরপুর এলাকায় ঢোকার একটি প্রবেশপথ হলো কালশী সড়ক। এই উড়ালসড়কের ফলে বিমানবন্দর থেকে মিরপুর পৌঁছাতে সময় কমবে। মিরপুর থেকে ১৫-২০ মিনিটে পৌঁছানো যাবে বিমানবন্দর।

প্রকল্পের কাজ শেষ হওয়ায় মিরপুর, ডিওএইচএস, পল্লবী, কালশী, মহাখালী, বনানী, উত্তরা ও বিমানবন্দর সড়কের যানজট আগের চেয়ে কম হবে। এতে মিরপুর থেকে বিমানবন্দর ও গুলশানে যোগাযোগে পরিবর্তন আসবে। ফলে তুলনামূলক স্বল্প সময়ে, যানজটমুক্ত হয়ে দূরত্ব পাড়ি দেয়া যাবে।

উড়ালসড়কটি ইংরেজি ‘ওয়াই’ অক্ষরের মতো। যাত্রীদের ভ্রমণ সহজ করার জন্য আগের চার লেনবিশিষ্ট রাস্তাগুলোকে ছয় লেন করা হয়েছে। প্রধান চার লেনবিশিষ্ট উড়ালসড়ক ইসিবি স্কয়ার থেকে কালশী ও মিরপুরের ডিওএইচএসের দিকে গেছে। দুই লেনবিশিষ্ট র‌্যাম্পটি কালশী মোড় থেকে শুরু হয়ে কালশী সড়কে গেছে। এই উড়ালসড়ক মিরপুরের নতুন গেটওয়ে তৈরি করবে। শুধু এই উড়ালসড়কই নয়, এর সঙ্গে নিচের প্রায় চার কিলোমিটার সড়ক, নতুন ফুটওভার ব্রিজ আর ফুটপাত সব মিলিয়ে এই অঞ্চলের যোগাযোগে এক নতুন দিগন্ত চালু হলো।

২০১৮ সালের ৯ জানুয়ারি একনেক সভায় এ প্রকল্পটি অনুমোদন পেয়েছিল। প্রকল্পের আওতায় ইসিবি স্কয়ার থেকে কালশী পর্যন্ত একটি ৩ দশমিক ৭০ কিলোমিটার রাস্তা প্রশস্ত করা হয়েছে এবং ২ দশমিক ৩৪ কিলোমিটার দীর্ঘ উড়ালসড়ক নির্মাণ করা হয়েছে। ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) এবং বাংলাদেশ সেনাবাহিনী (২৪ ইঞ্জিনিয়ার কনস্ট্রাকশন ব্রিগেড) প্রায় ১ হাজার ১২ কোটি টাকা ব্যয়ে প্রকল্পটি বাস্তবায়ন করেছে। ২০১৮ সালে কাজ শুরু হলেও ২০২৩ সালের জুনে অর্থাৎ নির্ধারিত সময়ের চার মাস আগেই নির্মাণকাজ শেষ হয়েছে।

More news

© All rights reserved | 2016 dhaka24.net by |

Theme Customized BY WooHostBD