1. shahinit.mail@gmail.com : dhaka24 : ঢাকা টোয়েন্টিফোর
  2. arifturag@gmail.com : ঢাকা টোয়েন্টিফোর : ঢাকা টোয়েন্টিফোর
May 30, 2023, 9:42 pm

১২ দিন পর তুরস্কে আরও একজনকে জীবিত উদ্ধার

Dhaka24 | Online Desk:
  • Update Time | Sunday, February 19, 2023,
  • 64 View

তুরস্কে আঘাত হানা ভয়াবহ ভূমিকম্পে ধ্বসে পড়া ভবনের নিচ থেকে ২৭৮ ঘণ্টা পর জীবিত অবস্থায় এক ব্যক্তিকে উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া ব্যক্তির নাম হাকান ইয়াসিনোগ্লু।

শুক্রবার (১৭ ফেব্রুয়ারি) দেশটির দক্ষিণাঞ্চলীয় একটি প্রদেশ থেকে ১২ দিন (২৭৮ ঘণ্টা) পর ওই ব্যক্তিকে উদ্ধার করা হয়।

এর আগে ভূমিকম্প আঘাত হানার ১০ দিন পর মেহমত আলী সাকিরোগলু এবং মুস্তফা আভচি নামের দুই ব্যক্তিকে উদ্ধার করা হয়। এছাড়া ভূমিকম্পের ১০ দিন পর ধসে পড়া ভবন থেকে জীবিত অবস্থায় আলেয়েনা ওলমেজ নামের ১৭ বছর বয়সী এক কিশোরীকে উদ্ধার করা হয়েছে।

উল্লেখ্য, গত ৬ ফেব্রুয়ারি ভোরের দিকে সিরিয়া এবং তুরস্কে ৭ দশমিক ৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। এর কিছুক্ষণ পর ফের ৬ দশমিক ৭ মাত্রার আরও একটি ভূমিকম্প।

ভয়াবহ এ ভূমিকম্পে এখন পর্যন্ত প্রায় ৪৪ হাজার মানুষ নিহত হয়েছেন। এর মধ্যে কেবল তুরস্কেই প্রাণ হারিয়েছেন ৩৮ হাজারেরও বেশি মানুষ। আহত হয়েছেন আরও লাখ লাখ মানুষ।

উল্লেখ্য, ১৯৩৯ সালে ৭ দশমিক ৮ মাত্রার ভূমিকম্পে তুরস্কের পূর্ব এরজিনকান প্রদেশে ৩৩ হাজার মানুষ নিহত হয়েছিল।

সূত্র : তুরস্কের বার্তাসংস্থা আনাদোলু এজেন্সি

More news

© All rights reserved | 2016 dhaka24.net by |

Theme Customized BY WooHostBD