1. shahinit.mail@gmail.com : dhaka24 : ঢাকা টোয়েন্টিফোর
  2. arifturag@gmail.com : ঢাকা টোয়েন্টিফোর : ঢাকা টোয়েন্টিফোর
রবিবার, ১৯ জানুয়ারী ২০২৫, ১০:৫২ অপরাহ্ন

বাড়ি ফেরার পথে বজ্রপাতে এক ব্যবসায়ী নিহত

দিলীপ কুমার দাস
  • প্রকাশ | শুক্রবার, ৩১ মার্চ, ২০২৩
  • ৩৩২ পাঠক

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় বজ্রপাতে মেহেদী হাসান সিয়াম (২১)নামে এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে।

শুক্রবার সকালে রাস্তার পাশ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

মেহেদী হাসান সিয়াম উপজেলার জাঙ্গালিয়া গ্রামের মকবুল হোসেনের ছেলে। তিনি উপজেলার চরকাওনা নতুন বাজারে ব্যবসা করতেন।

জাঙ্গালিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বুলবুল আহমেদ জানান, মেহেদী হাসান সিয়াম চরকাওনা নতুন বাজারের ব্যবসা প্রতিষ্ঠান থেকে ফেরার পথে রাতের কোনো এক সময় বজ্রপাতে মারা গেছেন। মরদেহে বজ্রপাতে মারা যাওয়ার আলামত পাওয়া গেছে।

পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সারোয়ার জাহান জানান, শুক্রবার ভোরে নতুন বাজার থেকে জাঙ্গালিয়া বাজারের রাস্তার পাশে সিয়ামের মরদেহটি দেখতে পায় স্থানীয় এলাকাবাসী। খবর পেয়ে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে থানার নিয়ে আসে। এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা রুজু করা হয়েছে। সিয়ামের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর কার্যক্রম চলছে

লাইক কমেন্ড ও শেয়ার করে সাথে থাকুন-

আরো খবর

© All rights reserved | 2016 dhaka24.net by |

Theme Customized BY WooHostBD