প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেওয়া ঈদ বস্ত্র বিতরণ করলেন ঢাকা ১৮ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোঃ হাবিব হাসান এমপি। অসহায় দুস্থ্যদের মাঝে ধারাবাহিক সহযোগিতার অংশ হিসেবে মঙ্গলবার সকালে ঈদ সামগ্রি বিতরণ করেন উত্তরখান এলাকার ৪৪ ও ৪৫ নং ওয়ার্ডে। এসময় প্রায় ৫ হাজার অসহায় মানুষের সুবিধাবঞ্চিত মানুষদের মাঝে ঈদ উপহার দেয়া প্রধান করেন।
এসময় স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর জয়নাল আবেদিন ও জাহিদুল মোল্লাসহ থানা ও ওয়ার্ড আওয়ামীলীগের পদ প্রত্যাশী নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
উপহার সামগ্রী বিতরণ অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে হাবিব হাসান এমপি বলেন, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার ইচ্ছে অনুযায়ী আমরা সাধ্যমতো সাধারণ খেটে খাওয়া মানুষের পাশে দাড়ানোর চেষ্টা করছি। আমাদের নেত্রীর কথা হচ্ছে মানুষের মৌলিক অধিকার অন্য, বস্র এবং বাসস্থানের অভাবে কেহ থাকবে না। ইতিমধ্যে আমাদের সরকার গরীব মানুষের পাশে থেকে কাজ করে যাচ্ছেন।
তিনি আরো বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর প্রতিনিধি হিসেবে গত ২০ বছর যাবত আমি সামর্থ্য অনুযায়ী এ এলাকার মানুষের সুখে দুঃখে পাশে ছিলাম, ইনশাআল্লাহ ভবিষ্যতেও আপনাদের পাশে থাকবো।
এর আগে পবিত্র রোজার মাসে আরো প্রায় ৮ হাজার মানুষকে রোজার খাদ্য উপহার হিসেবে দেন। এছাড়া ঈদের আগে আরো প্রায় ২০ হাজার মানুষকে উপহার দেওয়ার কর্মসূচি হাতে নিয়েছেন।