পবিত্র মাহে রমজানের উপলক্ষে তুরাগে গরিব অসহায় এবং সুবিধাবঞ্চিত মানুষদের মাঝে ঈদ বস্ত্র ও খাবার বিতরণ করেন ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক ও ঢাকা ১৮ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোঃ হাবিব হাসান এমপি।
সাবেক হরিরামপুর ইউনিয়নের ৪ নং ওয়ার্ড মেম্বার ও সাবেক হরিরামপুর ইউনিয়ন আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি তুরাগ থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পদপ্রার্থী হাজী কফিল উদ্দিনের আয়োজনে।
মঙ্গলবার দুপুরে তুরাগের নলভোগ ঈদগাহ মাঠ এলাকায় একটি অনুষ্ঠানের মধ্যদিয়ে প্রধানমন্ত্রীর দেয়া প্রায় ১ হাজার সুবিধা বঞ্চিত এবং অসহায় মানুষদের মাঝে ঈদ উপহার তুলে দেন এমপি হাবিব হাসান। হাজী কফিলের উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ঢাকা ১৮ আসনের এমপি আলহাজ্ব মোহাম্মদ হাবিব হাসান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তুরাগ থানা আওয়ামী লীগের নেতা হাজী মোস্তফা মাতাব্বর, তুরাগ থানা কৃষক লীগের সভাপতি রিপন হোসেন সহ আওয়ামীলীগের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
এসময় প্রধান অতিথির বক্তব্যে আলহাজ্ব মোহাম্মদ হাবিব হাসান বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আপনাদের কথা চিন্তা করে আপনাদের মাঝে উপর সামগ্রী পাঠিয়েছেন আমরা তা তুলে দিতে পেরে আনন্দিত ঈদ সকলের আনন্দ সকলের। আপনারা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য দোয়া করবেন তিনি যেন ভবিষ্যতেও আরো উপহার আপনাদের মাঝে দিতে পারেন।