রাজধানীর তুরাগে সামাজিক সংগঠন “তুরাগ ইয়্যুথ ফাউন্ডেশন” এর উদ্যোগে সুবিধা বঞ্চিত মানুষের মাঝে ঈদ সামগ্রী উপহার বিতরণ করা হয়েছে।
১৮ ই এপ্রিল (মঙ্গলবার) তুরাগের বাউনিয়া এলাকায় পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে জনকল্যাণ ও সেবামূলক কাজের অংশ হিসেবে “তুরাগ ইয়্যুথ ফাউন্ডেশন” এর পক্ষ থেকে সুবিধা বঞ্চিত মানুষের মাঝে এই ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়।
উক্ত ঈদ সামগ্রী বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন তুরাগ ইয়ুথ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি সোয়েবুর রহমান। এছাড়াও আরো উপস্থিত ছিলেন রিজওয়ান বিন হাফিজ, মোঃ রফিকুল ইসলাম রানা, মোঃ মুরাদ হাসান মুন্না, জাহাঙ্গীর আলম মাহিন সহ সংগঠনের সকল সদস্য বৃন্দ।
ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি সোয়েবুর রহমান জানান, আমাদের সংগঠন টি একটি অরাজনৈতিক এবং সমাজ সেবা মূলক সংগঠন, আমাদের দায়িত্ব বোধ থেকে আমরা এই উদ্যোগ টি নিয়েছিলাম এবং এখন তা বাস্তবায়ন ও করতে পেরেছি। আমরা চাইলেই আমাদের প্রতিবেশীদের খোজ খবর রাখতে পারি। এবং অসহায় মানুষ দের পাশে দাড়াতে পারি ।