রাজধানীর তুরাগ থানাধীন ৫২ নং ওয়ার্ডের দলিপাড়া এলাকায় সৎ ভাইয়ের সাথে মোবাইল নিয়ে ঝগড়া ঘরে সিলিং ফ্যানের সাথে আত্মহত্যা করেন মুশফিকা মুভি (১৭) নামে এক তরুণী। মৃত তরুণীর বাড়ি বগুড়া জেলার সোনাতলা থানার শ্যামপুর গ্রামে।
গতকাল ২৩ ই এপ্রিল (রবিবার) সন্ধায় মৃত তরণী তার সৎ ভাইয়ের সাথে মোবাইল নিয়ে ঝগড়া করে এক পর্যায়ে ঘরের সিলিং ফ্যানের সাথে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেন।
মৃত তরণী তুরাগ থানাধীন-৫২ নং ওয়ার্ড দলিপাড়া’স্থ বাড়ী নং-৬, রোড নং-৪/এ, ব্লক-ডি, মোঃ মিনহাজ এর বাড়ির ভাড়াটিয়া।
যায় যে ওই তরুণীর সৎ বাবা মো: রবিউল আলম পুলিশ সদস্য (কনষ্টবল) নং-১৩৩৯০ বর্তমানে তিনি ১৩ আর্মড পুলিশ ব্যাটালিয়নে ঢাকায় কর্মরত আছেন।
পরবর্তীতে খবর পেয়ে দ্রুত তুরাগ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃত দেহ উদ্ধার করে এবং মৃত দেহের সুরতহাল শেষে লাশ ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।