রাজধানীর তুরাগ থানাধীন ১৬ নং সেক্টর’ ১১ নং ব্রিজের পশ্চিম উত্তর পাশে খালি প্লটের পাশ থেকে মালা বেগম (৫০) নামে এক মহিলার লাশ উদ্ধার করা হয়।
আজ সোমবার (২৪ এপ্রিল ) দুপুর পৌনে ২ টায় তুরাগ থানাধীন ১৬নং সেক্টরস্থ ১১ নং ব্রিজের পশ্চিম- উত্তর পাশে খালি প্লটের পাশ থেকে মালা বেগম (৫০) নামে এক মহিলার লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয় ।
খবর পেয়ে দ্রুত তুরাগ থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে ওই মহিলার লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
নিহত মালা বেগম বাগেরহাট জেলার মোড়লগঞ্জ থানার বাবই খালী গ্রামের আব্দুর রশিদ হাওলাদারের মেয়ে। বর্তমানে ঢাকার দক্ষিনখান থানার, আটিপাড়া ফায়দাবাদ গার্মেন্টস এর পূর্ব পাশে, দক্ষিণ মাদবর বাড়িতে ভাড়াটিয়া ছিলেন।
এই বিষয়ে তুরাগ থানার পরিদর্শক (তদন্ত) মো. শরিফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানায়, লাশটি পরে থাকতে দেখে স্থানীয়রা খবর দিলে আমাদের থানার পুলিশের একটি টিম দ্রুত ঘটনাস্থলে গিয়ে মহিলার লাশটি উদ্ধার করে। লাশটির ময়না তদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। কি কারনে তার মৃত্যু হয়েছে ময়নাতদন্ত ছাড়া তা বলা যাচ্ছে না।