ঢাকা মহানগর উত্তর এর অন্তর্গত ১ নং ওয়ার্ড ছাত্রলীগ (দক্ষিণ) এর কমিটি গঠন করা হয়েছে। উক্ত কমিটিতে ছাত্র রাজনীতির অন্যতম ছাত্রলীগ নেতা মোঃ কামরুজ্জামানকে সাধারণ সম্পাদক পদে নির্বাচিত করে কমিটি ঘোষণা করা হয়।
গত ২৮ ই মে রবিবার এক প্রেস বিজ্ঞপ্তিতে মোঃ কামরুজ্জামান কে উত্তরা পশ্চিম থানার আওতাধীন ১ নং ওয়ার্ড ছাত্রলীগ দক্ষিণ এর সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়। কামরুজ্জামান বিগত দিনে উত্তরা পশ্চিম থানা ছাত্রলীগের দপ্তর সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। বর্তমানে তিনি ওয়ার্ড ছাত্রলীগের সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হোন।
এ বিষয়ে মো কামরুজ্জামান প্রতিবেদককে বলেন, উত্তরা পশ্চিম থানা ছাত্রলীগের সংগ্রামী সভাপতি শাকিল উজ জামান বিপুল ভাইয়ের বিশ্বাস এবং আস্থা নিয়ে কল্যানের রাজনীতি করেছি, দলের হয়ে নিবেদিত থেকেছি, তাছাড়া মাননীয় প্রধানমন্ত্রী, দেশরত্ন শেখ হাসিনার উন্নয়ন অগ্রযাত্রাকে বেগবান করতে উত্তরা পশ্চিম থানা ছাত্রলীগ আগেও সচেষ্ট ছিল এবং থাকবে।
নতুন কমিটির বিষয়ে তিনি বলেন, দায়িত্বশীল ব্যক্তিরা যা করেছেন এর প্রতি আমার পূর্ণ আস্থা রয়েছে।