রাজধানী তুরাগের বাউনিয়া এলাকায় মুনমুন আক্তার(২২) নামে এক গৃহবধূকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগ উঠে স্বামী খাইরুল ইসলামের বিরুদ্ধে। ঘটনার পর থেকেই নিহতের স্বামী পলাতক রয়েছে।
পুলিশ জানায়, বুধবার(১২ জুলাই) দুপুর আড়াইটার দিকে তুরাগের বাউনিয়া মাদবরবাড়ি পাবনারটেক রোড সংলগ্ন মোছাম্মৎ শাহানাজ এর বাড়ির ভাড়াটিয়া বাড়িতে এ ঘটনা ঘটে।
মৃত মুনমুন আত্তার সুনামগঞ্জ জেলার সুনামগঞ্জ থানার মাসিমপুর গ্রামের মোঃ মান্নানের মেয়ে। মুনমুন আক্তার তার স্বামীর সঙ্গে দীর্ঘদিন ধরে মোছাম্মৎ শাহানাজ এর ভাড়া বাসায় থাকতেন ।
বুধবার দুপুরে মুনমুন আক্তারের ঘরের দরজা বাইরে থেকে আটকানো দেখতে পায় বাড়ির মালিক ও প্রতিবেশীরা। তারা ভুক্তভোগীকে ডাকাডাকি করে কোনো সাড়া শব্দ না পেয়ে দ্রুত পুলিশকে জানায়। খবর পেয়ে তুরাগ থানার পুলিশ ঘটনাস্থলে পৌছে দুপুর আড়াইটার দিকে ঘরের ভেতর থেকে ওই নারীর মরদেহ উদ্ধার করে। তিনি আরো জানান , নিহতের গলায় জখমের চিহ্ন পাওয়া গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে।
মৃত দেহের সুরতহাল শেষে লাশ ময়নতদন্তের জন্য শহীদ সোহরওয়ার্দী মেডিকেল ক়লেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।এ বিষয়ে আইনগতব্যবস্থা প্রক্রিয়াধীন।