রাজধানীতে ইতি বেগম (২৭) নামে এক নারী চোরকে গ্রেফতার করা হয়েছে। আজ সন্ধ্যায় মিরপুর মডেল থানার মিরপুর ১০ নং গোল চত্বরের হুপ মার্কেট থেকে তাকে গ্রেফতার করা হয়। ইতি তার ছোট বাচ্চা কোলে নিয়ে ঘুরেন। এরপর সুযোগ বুঝে মহিলাদের মোবাইল, ভ্যানিটি ব্যাগ চুরি করেন।
গ্রেফতার ইতি সাভার থানার আশুলিয়া চারবাগ এলাকার মৃত শহিদ হোসেনের মেয়ে।
ইতি একজন পেশাদার চোর। তিনি বিভিন্ন বাসায়, দোকানে গিয়ে চুরি করেন। মানুষ যাতে সন্দেহ না করে সেজন্য কোলে বাচ্চা নিয়ে ঘুরেন। আবার ধরা পরে গেলে বাচ্চাসহ কান্নাকাটি করেন, ফলে দয়াপরবশ হয়ে মানুষ ছেড়ে দেয়।
এই সুবিধার ফলেই কোলে বাচ্চা নিয়ে তিনি বিভিন্ন বাসাবাড়ি ও দোকানের সামনে ঘুরঘুর করেন। এরপর সুযোগ বুঝে ভ্যানিটি ব্যাগ, মোবাইল নিয়ে সরে পরেন। আজ সন্ধ্যায়ও হুপ মার্কেটে একই কায়দায় দুইটি মোবাইল নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। পরে উপস্থিত মানুষ তাকে আটক করে পুলিশে সংবাদ দিলে পুলিশ তাকে গ্রেফতার করে।