বিএনপি-জামায়াতের দেশ বিরোধী ষড়যন্ত্র-নৈরাজ্যের প্রতিবাদে রাজধানী খিলক্ষেত থানা এলাকায় বিক্ষোভ প্রতিবাদ মিছিল-সমাবেশ করেছে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগে যুগ্ম সাধারণ সম্পাদক ও ঢাকা ১৮ আসনের এমপি আলহাজ্ব মোহাম্মদ হাবিব হাসান।
সমাবেশে এমপি হাবিব হাসান বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়নকে বাধাগ্রস্থ করতে রাজধানীতে সমাবেশের নামে বিএনপি-জামায়াত নৈরাজ্যের সৃষ্টি করেছে। আওয়ামী লীগ সরকারকে উৎখাত করতে বিএনপি-জামায়াত ষড়যন্ত্র করে যাচ্ছে।
মঙ্গলবার বিকালে এলাকায় এক বিক্ষোভ প্রতিবাদ মিছিল ও সমাবেশ করেন ক্ষিলখেত থানা আওয়ামী লীগ। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকেন ঢাকা ১৮ আসনের এমপি আলহাজ্ব মোহাম্মদ হাবিব হাসান।
এসময় খিলখেত থানা আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, ও ছাত্রলীগের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।