1. shahinit.mail@gmail.com : dhaka24 : ঢাকা টোয়েন্টিফোর
  2. arifturag@gmail.com : ঢাকা টোয়েন্টিফোর : ঢাকা টোয়েন্টিফোর
রবিবার, ১৯ জানুয়ারী ২০২৫, ১০:০০ অপরাহ্ন

উত্তরায় হতদারিদ্র শিশু শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ

রাসেল খান
  • প্রকাশ | শুক্রবার, ১১ আগস্ট, ২০২৩
  • ১৯৯ পাঠক

জেগে ওঠো বাংলাদেশ ফাউন্ডেশনের ৬ষ্ঠ প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে রাজধানীর উত্তরায় বসবাসরত হতদারিদ্র শিশু শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করেন সংগঠনটি।

বৃহস্পতিবার (১০ আগস্ট) সন্ধ্যায় উত্তরা ৯ নম্বর সেক্টর বিভা চাইনিজ রেস্টুরেন্টে ফাউন্ডেশনটির এ আয়োজন করেন।

ফাউন্ডেশনটির সাধারণ সম্পাদক মিজানুর রহমান অভির সঞ্চালনায় অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ফাউন্ডেশনের সভাপতি সাংবাদিক জেমস এ কে হামীম।

সূচনা বক্তব্যে জেমস্ এ কে হামীম তাদের ফাউন্ডেশনের কার্যকম নিয়ে আলোচনা করেন।তাদের স্বপ্ন পূর্ণের আশার আলো নিয়ে আলোচনা ও বাস্তবতা নির্ভর একটি প্রতিষ্ঠানের প্রতিশ্রুতি দেন।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক দয়াল কুমার বড়ুয়া। অনুষ্ঠানটি উদ্ভোধন করেন চট্টগ্রাম-১৬ আসনের সাংসদ সদস্য মোস্তাফিজুর রহমান চৌধুরী।

এতে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি আবু জাফর সূর্য, জাতীয় পার্টির সাবেক দপ্তর সম্পাদক নাফিজ মাহবুব উত্তরা প্রেসক্লাবে সাবেক সভাপতি রাসেল খান ও রফিকুল ইসলাম, সাধারন সম্পাদক দেলোয়ার হোসেন সহ উত্তরায় বসবাসরত সকল গণমাধ্যমকর্মীরা।

প্রধান অতিথীর বক্তব্যে জাপা নেতা দয়াল কুমার বড়ুয়া বলেন, ‘জেগে ওঠো ফাউন্ডেশনের এমন ভিন্নধর্মী উদ্যেগকে স্বাগত জানাই। সবাই যদি দারিদ্র শিশুদের পাশে দাঁড়াই তাহলে তাদের শিক্ষা চিকিৎসা, খাদ্য বস্ত্রের অভাব হবে না। বিত্তশালীদের উচিত তাদের পাশে দাঁড়ানোর। আমাদের চেষ্টায় যদি তাদের একজনও সফল হতে পারে, তাহলে সেটাই আমাদের স্বার্থকতা।

এছাড়াও বক্তব্য রাখেন অনুষ্ঠানটির উদ্ভোধক চট্টগ্রাম-১৬ আসনের সাংসদ সদস্য মোস্তাফিজুর রহমান চৌধুরী তিনি বলেন, পথশিশু না বলে বলবো অসহায় শিশু।

তিনি আরো বলেন, যে জাতি যত বেশি শিক্ষিত হবে, সে জাতি তত বেশি উন্নত হবে। যার কারণে প্রধান মন্ত্রী শিক্ষা খাতে ব্যাপক উন্নয়ন করছেন। বছরের শুরুতেই শিশুদের মাঝে বই বিতরণ ও উপবৃত্তির ব্যবস্থা করেছেন। শেখ হাসিনার সরকার, শিক্ষা বান্ধব সরকার।

অনুষ্ঠান শেষে প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে গুনিজনদের মাঝে সম্মাননা প্রধান সহ নৈশবোজের আয়োজন করা হয়।

লাইক কমেন্ড ও শেয়ার করে সাথে থাকুন-

আরো খবর

© All rights reserved | 2016 dhaka24.net by |

Theme Customized BY WooHostBD