1. shahinit.mail@gmail.com : dhaka24 : ঢাকা টোয়েন্টিফোর
  2. arifturag@gmail.com : ঢাকা টোয়েন্টিফোর : ঢাকা টোয়েন্টিফোর
রবিবার, ১৯ জানুয়ারী ২০২৫, ০৯:৪৮ অপরাহ্ন

হিজরা সেজে চাঁদাবাজি, গ্রেফতার ৮। স্ত্রী আছে, সন্তান আছে, তবুও তারা হিজরা!

আলী হোসেন (শ্যামল), স্টাফ রিপোর্টার
  • প্রকাশ | শনিবার, ১২ আগস্ট, ২০২৩
  • ৩১৭ পাঠক

হিজরা সেজে চাঁদাবাজি করার অভিযোগে ৮ জনকে গ্রেফতার করা হয়েছে। আজ দুপুরে মিরপুর মডেল থানার টেকনিক্যাল মোড় এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা সবাই পুরুষ। কিন্তু তারা হিজরা সেজে বিভিন্ন স্থানে চাঁদাবাজি করেন।

গ্রেফতারকৃতরা হলেন, মোঃ হোসেন ওরফে শিলা হিজরা (২৭), মোঃ হৃদয় ওরফে পিয়া হিজরা (১৮), আমিনুল ইসলাম ওরফে ঐশী হিজরা (২১), মোঃ সাইফুল ইসলাম ওরফে জয়া হিজরা (২৭), মোঃ ইয়াহিয়া ওরফে মৌরি হিজরা (৩০), মোঃ নয়ন ওরফে নিশি হিজরা (২০), মোঃ বেলাল ওরফে কেয়া হিজরা (২৮) এবং মো: মিজানুর রহমান ওরফে চায়না হিজরা (২০)।

গ্রেফতারকৃতরা দীর্ঘদিন ধরেই হিজরা সেজে বিভিন্ন স্থানে চাঁদাবাজি করে আসছেন। জনৈক পাপ্পু হিজরা তাদের গুরুমাতা হিসেবে আছে। এই পাপ্পু দেশের বিভিন্ন স্থান থেকে তাদের ঢাকায় আনেন এবং হিজরা সাজিয়ে চাঁদাবাজি করান। বিনিময়ে প্রতিজনকে প্রতিদিন ৬০০ টাকা করে দিতে হয়। গ্রেফতারকৃতদের কারও বাড়ি লক্ষ্মীপুর, কারও বাড়ি সিরাজগঞ্জ, কারও বাড়ি পাবনা, কাউকে আবার আনা হয়েছে ময়মনসিংহ থেকে। তাদের কয়েকজন বিবাহিত এবং সন্তানও আছে। কিন্তু তবুও তারা হিজরা সেজে চাঁদাবাজি করছিলেন। আজ দুপুর সাড়ে ১২ টার দিকে টেকনিক্যাল মোড়ে তাওহীদ আলী নামের এক মোটরসাইকেল আরোহীর গতিরোধ করে টাকা দাবি করে। তিনি দিতে অস্বীকৃতি জানালে তারা ধস্তাধস্তি করে তার কাছ থেকে ২০০ টাকা কেড়ে নেন। পরবর্তীতে তিনি ৯৯৯ এ ফোন করলে মিরপুর মডেল থানা পুলিশের একটি দল তাদের গ্রেফতার করে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে দ্রুত বিচার আইনে মামলা দায়ের করা হয়েছে।

লাইক কমেন্ড ও শেয়ার করে সাথে থাকুন-

আরো খবর

© All rights reserved | 2016 dhaka24.net by |

Theme Customized BY WooHostBD