আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘মনোনয়ন বাণিজ্য করতে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে বিএনপি। লন্ডনে বসে মনোনয়ন বানিজ্য করছে তারেক।’
রবিবার (১০ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন অব বাংলাদেশ (আইইবি) এ বাংলাদেশ আওয়ামী যুবলীগের উদ্যোগে দেশব্যাপী প্রাথমিক সদস্য সংগ্রহ ও নবায়ন কার্যক্রমের উদ্বোধনকালে প্রধান অতিথি হিসেবে একথা বলেন তিনি।
ওবায়দুল কাদের বলেন, ‘বিএনপির চোখে ইউরোপ আমেরিকার স্বপ্নে বিভোর থেকেই সে স্বপ্নও ভেঙে গেছে। দিল্লির এক সেলফিতেই বিএনপির রাতের ঘুম হারাম, চোখ মুখ শুকিয়ে গেছে।’
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘বিএনপির আন্দোলনের বাজার ভেঙে যাচ্ছে। এক সেলফিতেই বিএনপি নেতাকর্মীদের আশা ভেঙ্গে গেছে। বিএনপি ক্ষমতার ময়ূর সিংহাসনে যাওয়ার লাফালাফি বন্ধ হয়ে গেছে।’
বিএনপি একেকবার একেক জনের উপর ভর করে, টাকা খরচ করে তারা বিদেশিদের দিয়ে স্টেটমেন্টও সংগ্রহ করে, মন্তব্য করেন তিনি।
সেতুমন্ত্রী বলেন, এক এগারোর গঠন করার স্বপ্ন দেখেছিলো বিএনপি কিন্তু সেই দিন আর নেই এদেশের ৭০% মানুষ শেখ হাসিনাকে চায়।
তিনি বলেন, নেতিবাচক রাজনীতির কারণে বিএনপিকে জনগণ প্রত্যাখ্যান করেছে আর আগামী নির্বাচনই বলে দেবে কে বাংলাদেশের ক্ষমতায় বসবে।
ইউনুসের মতো আদালতের দণ্ডপ্রাপ্তের জন্য বিদেশিদের বিবৃতি কেন আসে এমন প্রশ্ন রাখেন তিনি।
কাদের বলেন, আওয়ামী লীগ জনগনের দল তাই কাউকে ভয় পায় না। জনকল্যাণে আওয়ামী লীগ সতর্ক অবস্থান জানান দেয়। আওয়ামী লীগ জনগণের দল জনগনের ভালোবাসা নিয়েই আছি, এ দল সন্ত্রাসী,সাম্প্রদায়িক কিংবা অপকর্মের দল নয়।
তিনি বলেন, যুবলীগ ঐক্যের বন্ধনে আবদ্ধ, আন্দোলন সংগ্রামে এবং শান্তি প্রতিষ্ঠায় দৃষ্টান্তকারী সংগঠন। আগামী নির্বাচনকে সামনে রেখে অশুভ শক্তির বিরুদ্ধে নিজেদের বলিষ্ঠ অবস্থান নিশ্চিত করেছে যুবলীগ।